এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের ঘুম ছোটাতে মাস্টারস্ট্রোক দিলো বিজেপি

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের ঘুম ছোটাতে মাস্টারস্ট্রোক দিলো বিজেপি


পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বিজেপির। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির। তাছাড়া কমিশনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি বিজেপির। তাই পঞ্চায়েত বিজেপির মতে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ নির্বাচন কমিশন। তাই পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। বুধবারই বিজেপির লিগ্যাল সেল পৌঁছে গিয়েছে সর্বোচ্চ আদালতে।জানা গেছে আজ বুধবারই সেই মামলা দায়ের করা হবে।পাশাপাশি আরো জানা গেছে যে,পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় এবং দলের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার তত্ত্বাবধানে ওই মামলা করতে চলেছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যে মনোনয়নকে ঘিরে যে ভাবে বিজেপি কর্মী ও প্রার্থীদের উপর হুমকি ও মারধর করা হচ্ছে তাতে বিচার চায় বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরও আবেদন করা হতে পারে বলে জানা গেছে। যদিও আগেই কলকাতা হাই কোর্টে মামলা করতে চেয়েছিল বিজেপি কিন্তু কর্মবিরতি চলায় সুপ্রিম কোর্টেই মামলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে স্পেশাল লিভ পিটিশনের সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হবে। গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে পঞ্চায়ের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া। আর এরপর থেকেই হিংসার অভিযোগ আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ইস্যুতে বিজেপি কলকাতা হাই কোর্টে মামলা করতে চেয়েছিল। কিন্তু, কর্মবিরতি চলায় সুপ্রিম কোর্টেই মামলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে স্পেশাল লিভ পিটিশনের সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হবে।শোনা যাচ্ছে দুটি মামলা করা হচ্ছে। একটি মামলা করা হচ্ছে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় তার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!