এখন পড়ছেন
হোম > রাজ্য > গঙ্গাজলঘাঁটি-তে বিজেপির বিজয় মিছিলে হামলা অভিযোগের তীর বিজেপির দিকে

গঙ্গাজলঘাঁটি-তে বিজেপির বিজয় মিছিলে হামলা অভিযোগের তীর বিজেপির দিকে

অভিযোগ ও পাল্টা অভিযোগে মঙ্গলবার গঙ্গাজলঘাঁটি থানার অমর কাননে বিজেপি র বিজয় মিছিল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । তৃণমূল পরিকল্পিত ভাবে তাদের মিছিলে হামলা চালিয়েছে বলে গেরুয়া শিবির থেকে অভিযোগ করা হলে , মিছিল থেকে অতর্কীতে পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল । গঙ্গাজলঘাঁটি থানার এক পুলিশ আধিকারিক বলেন , দুই রাজনীতিক দল এর মদ্ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও সন্ধ্যে অবধি কোন দলই লিখিত অভিযোগ দায়ের করেনি । অভিযোগ জমা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । প্রসঙ্গত , গুজরাট ও হিমাচল প্রদেশ এ জয়লাভের পর সোমবার বাঁকুড়া শহর সহ পার্শ্ববর্তী রায়পুর, রনিবাঁধ , হিরবাঁধ প্রভৃতি জায়গায় গেরুয়া বাহিনী বিজয় মিছিল বের করে । জেলার অন্যান্য ব্লকগুলিতেও বিজেপির বিজয় মিছিল বের হয় । বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন , পুলিশ এর অনুমতি নিয়ে অমরকানন থেকে গঙ্গাজলঘাঁটি পর্যন্ত বিজয় মিছিল এর আয়োজন করলে দলীও কর্মীরা সেইমতো জড়ো হন, আর সেই সময় তৃণমূল পার্টী অফীস থেকে হঠাৎ লাঠিসোটা নিয়ে শাসক দল এর লোকজন বের হয়ে দলীয় নেতাকর্মীর উপর ঝাঁপিয়ে পড়েন । তৃণমূল এর এলোপাথাড়ি লাঠির আঘাতে গঙ্গাজলঘাঁটি -১ মন্ডল যুব মোর্চার সভাপতি বাপি বাউরীর মাথা ফেটেছে এবং লাঠির ঘায়ে আহত কয়েকজনকে অমরকানন প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে । ঘটনার খবর পেয়ে তারা বিকেলে গঙ্গাজলঘাঁটি যান ও পুলিশে তৃণমূল এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানান । ব্যবস্থা না নিলে আন্দোলনে নামবে দল , এমনটাও বলেন । পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ায় বিজেপির জমি শক্ত হওয়ায় শাসকদল পরিকল্পিত ভাবে হামলা চালাচ্ছে ।
অন্যদিকে তৃণমূলের গঙ্গাজলঘাঁটি ব্লকের সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন , অমরকানন পার্টি অফিসে ওই দিন জানুয়ারী মাসে বড়জোড়ায় অনুষ্ঠিত অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি বৈঠক চলছিল । ওই সময় বিজেপির বিজয় মিছিল থেকে অতর্কীতে লাঠিসোটা নিয়ে পার্টি অফিসে হামলা হলে এলাকার মানুষ জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিজেপি কর্মীরা পালিয়ে যায় । বিজেপির হামলায় আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । দুর্বল সংগঠন নিয়ে এঁটে উঠতে না পেরে পঞ্চায়েত ভোট এর আগে এসব করে বিজেপি বাজার গরম করতে চাইছে বলে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ জানানো হয় ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!