এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ভ্যাকসিন আবিষ্কারে এবার বড় ‘মাইলস্টোন’! আশা জাগিয়ে অনেকটা পথ এগোল ভারত! জানুন বিস্তারে

করোনা ভ্যাকসিন আবিষ্কারে এবার বড় ‘মাইলস্টোন’! আশা জাগিয়ে অনেকটা পথ এগোল ভারত! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসকে নিয়ে সব থেকে বেশি চিন্তার কারণ, এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ায় কার্যত চিন্তা বাড়ছে। তবে প্রথম থেকেই বিভিন্ন দেশ কিভাবে এই ভাইরাসকে প্রতিহত করা যায় এবং কোন প্রতিষেধক বের করা যায়, তার চেষ্টা শুরু করেছিল।

রাশিয়া থেকে চীন, ব্রিটেন সবাই তাদের দেশে এই ব্যাপারে গবেষণা শুরু করে দিয়েছিল। আর এবার আশার আলো দেখিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়ে গেল ভারত। সূত্রের খবর, শুক্রবার রোহতাকে হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। যেখানে তিন জনের শরীরে পরীক্ষামূলকভাবেই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়ে গিয়েছিল রাশিয়া। যেখানে রাশিয়ার তিন কোটি ডোজ এবছর তৈরি করা হবে বলে জানানো হয়েছিল।

কিন্তু ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে হিউম্যান ট্রায়ালের মাধ্যমে কবে সঠিকভাবে উদ্যোগ নেওয়া হয়, তার দিকে তাকিয়েছিলেন গোটা দেশবাসী। অবশেষে শুক্রবার 3 জনের শরীরে হিউম্যান ট্রায়ালের মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হল। এখন দেখার বিষয়, করোনাকে প্রতিহত করতে এই ভ্যাকসিন কতটা কার্যকরী হয়। তবে এখনও পর্যন্ত যা লক্ষণ দেখা যাচ্ছে, তাতে যে তিনজনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশ এতদিন এই ব্যাপারে নানা চেষ্টা করেছে। কিন্তু ভারত যদি এই হিউম্যান ট্রায়ালের পর সাফল্য পায় তাহলে গোটা বিশ্বকে তারা পথ দেখাতে সক্ষম হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। কেননা করোনা ভাইরাসের সবথেকে বেশি ভয়ের কারণ, এতে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই প্রতিষেধক যদি আবিষ্কার করা যায়, তাহলে সেই সংখ্যা কিছুটা হলেও কমানো যাবে।

এতদিন এই ব্যাপারে নানা চেষ্টা হয়েছে। রাশিয়া থেকে শুরু করে ব্রিটেন, চীন সহ নানা দেশ চেষ্টা করেছে, করোনাকে প্রতিহত করার। কিন্তু এবার তিনজনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষামূলক পদ্ধতি চালালেও, তাতে কতটা সাফল্য মেলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!