এখন পড়ছেন
হোম > রাজ্য > আরাবুল ‘ঘনিষ্ঠদের’ নজর এড়িয়ে তৃণমূলীরাও মনোনয়ন জমা দিতে পারছেন না

আরাবুল ‘ঘনিষ্ঠদের’ নজর এড়িয়ে তৃণমূলীরাও মনোনয়ন জমা দিতে পারছেন না


আরাবুল ‘ঘনিষ্ঠদের’ নজর এড়িয়ে তৃণমূলীরাও মনোনয়ন জমা দিতে পারছেন না এমনটাই অভিযোগ উঠেছে ভাঙ্গরে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে এবার খোদ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এলো। অভিযোগ এদিন ভাঙ্গর ২ ব্লক অফিসের সামনে তৃণমূলের কিছু কর্মী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিমল নস্করের ওপর হামলা চালায়। তাঁকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে। হাতজোড় করলেও বৃদ্ধ বিমলবাবু রেহাই পাননি। এরপর তিনি একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বলে জানা গেছে। ভাঙ্গর থানায় অভিযোগও দায়ের করেন বিমলবাবু।এই নিয়ে বিমলবাবু বলেন, “আমি সবে মনোনয়নপত্র তুলতে সবে অফিসে ঢুকেছি, একজন এসে প্রথমেই আমাকে দু’-তিনটে ঘুষি মারল। তারপর বলল, আরাবুলের খেয়েছিস আর আরাবুলেরই বিরোধিতা করছিস। আমি তাকে বলি, এসব কেন বলছিস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আমি আরাবুলের খাব কেন আর তাঁর বিরোধিতাই বা করব কেন? কিন্তু মারতে মারতে আমার বুকে বন্দুক ঠেকিয়ে বলে, মেরে দেব। আমার মোবাইল, পয়সাকড়ি যা ছিল সব কেড়ে নিয়েছে।” জানা গেছে ভাঙ্গর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের কিছু লোকজন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লক অফিসের সামনে ক্যাম্প করে বসে থাকছে বিরোধী দলের কোনো লোককে আশেপাশে আসতে দিচ্ছে না তারা।যদিও বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আরাবুল ইসলাম। তিনি বলেন, “ওটা ওদের (বিমল নস্কর) পারিবারিক বিবাদ। আমার নাম জড়ানো হচ্ছে।”এদিকে বিরোধীদের মতে ক্যাম্পে থাকা লোকগুলি আরাবুলেরই সাথে থাকে। অন্যদিকে বিষ্ণুপুর ১ ও ২ নম্বর ব্লকের বিজেপি কর্মীদের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালিয়ে বিজেপি সাধারণ সম্পাদক গৌতম ধারা সহ মোট চার জনকে গুরুতর ভাবে জখম করে শাসক দলের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি অরিজিৎ দাস এ বিষয়ে এদিন বলেন, ”আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশের সামনেই তৃণমূল সমর্থকরা মারধর করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!