এখন পড়ছেন
হোম > জাতীয় > কোটি কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে এবার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি

কোটি কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে এবার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি

কোটি কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে এবার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠলো। জানা গেছে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১০ এর জুলাই অবধি শিরডি ইন্ড্রাস্টিজ নামে একটি সংস্থার চেয়ারম্যান ও কর্তা পদে অধিষ্ঠিত ছিলেন রেলমন্ত্রী পীযুষ গয়াল।অভিযোগ এই সময়েই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে প্রায় ২৫৮ কোটি টাকা ঋণ নেয় ওই সংস্থা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যেটা শেষমেশ আর শোধ করে উঠতে পারে নি। কিন্তু এই ঋণের প্রায় ৬৫% মকুব করে দেয় মোদী সরকার। এমনই অভিযোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বরস্থ হলেন কংগ্রেস নেতারা। কিন্তু এবিষয়ে পীযুষ গয়ালের দাবি, তিনি পদে থাকাকালীন এই সংস্থা নতুন করে কোনো ঋণ নেয় নি। ২০১০ এ তিনি সংস্থা ত্যাগ করেন এবং তারপর থেকে ওই সংস্থার সাথে কোনো সম্পর্ক তাঁর নেই। তিনি অভিযোগ সহকারে এদিন বলেন, “কংগ্রেস তাঁর ‘ভাবমূর্তি’-তে কালি ছেটাতে অপপ্রচারে নেমেছে। এ বিষয়ে তারা বিচার ব্যবস্থাকেও টেনে আনছে।” এর পাল্টা উত্তরে কংগ্রেস জানিয়েছে, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন গয়াল। শিরডি-র ঋণ কেলেঙ্কারির অভিযোগ গয়াল মেনে নিয়েছেন। তিনি দোষী কি না, আদালত বিচার করবে। তার আগে মন্ত্রিসভা থেকে সরুন গয়াল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!