এখন পড়ছেন
হোম > খেলা > ইস্টবেঙ্গলের সমস্যা সমাধানে এবার খোদ আসরে মুখ্যমন্ত্রী, দ্রুত সমাধানের আশায় ফুটবলপ্রেমীরা

ইস্টবেঙ্গলের সমস্যা সমাধানে এবার খোদ আসরে মুখ্যমন্ত্রী, দ্রুত সমাধানের আশায় ফুটবলপ্রেমীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর ইনভেস্টর নিয়ে সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। যার সমাধান করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে আইএসএলে যোগদানের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএলে যোগদানের পূর্বে এবার আবার সমস্যা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট এর মতানৈক্য দিন দিন বাড়ছে। এদিকে চন্দন বন্দ্যোপাধ্যায়, সম্বরন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, মূল চুক্তিপত্রের টার্মশিটের বহু জায়গায় অসঙ্গতি রয়েছে। এ কারণেই স্বাক্ষর দিতে নিষেধ করেছেন তাঁরা। বিষয়টিকে খতিয়ে দেখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। আজ একদিকে যেমন গৌতম সরকার, সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, তুষার রক্ষিতের মতো তারকারা ক্লাবে উপস্থিত হচ্ছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নবান্নে ইস্টবেঙ্গল নিয়ে বৈঠক হতে চলেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন ক্লাবের বহু সদস্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ তাঁদের সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, আজ মুখ্যমন্ত্রী যদি সময় দেন, তবে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়েরা সরাসরি নবান্নতে উপস্থিত হতে পারেন। সে ক্ষেত্রে আজই নবান্নে সমস্যা সমাধানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে, মনে করছেন অনেকে।

এদিকে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট এর মতানৈক্যতে মধ্যস্থতার পথে এগিয়েছে রিলায়েন্স। রিলায়েন্স এর পক্ষ থেকে তরুণ ঝুনঝুনওয়ালা তাঁদের সঙ্গে আলোচনা করেছেন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এক্সিট ক্লজ ও মেম্বার্স রাইটস নিয়ে পয়েন্টস সংশোধন করা হলে তবেই চুক্তিপত্রে স্বাক্ষর করা হবে। তবে শ্রী সিমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল চুক্তিপত্রের সঙ্গে টার্মশিটের কোনো পার্থক্য নেই। এবার, এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মুখ্যমন্ত্রী। এই সমস্যার সমাধান না হলে আইএসএলে যোগদান নিয়ে সমস্যা দেখা দিতে পারে ইস্টবেঙ্গলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!