এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কঠিন আসনে দুর্দান্ত লড়াই করেও হার, এবার কি মমতার কাছে ‘বিশেষ পুরস্কার’ পাচ্ছেন এই হেভিওয়েট?

কঠিন আসনে দুর্দান্ত লড়াই করেও হার, এবার কি মমতার কাছে ‘বিশেষ পুরস্কার’ পাচ্ছেন এই হেভিওয়েট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2016 সাল বা 2019 সাল, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, নিজের ঘনিষ্ঠ বৃত্তে থাকা প্রার্থীরা পরাজিত হলেই, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয় প্রশাসনিক না হলে দলীয় দিক থেকে বড় দায়িত্ব দিতে উদ্যোগী হয়েছিলেন। অর্থাৎ দক্ষ এবং সাংগঠনিক ব্যক্তিত্বদের তিনি যে কখনই হারাতে চান না, তা এই উদ্যোগের মধ্যে দিয়ে অতীতেও বারবার বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

দলের অনেক পরাজিত নেতা-নেত্রীদের অন্য কোনোভাবে জায়গা দিয়ে তাদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এবারেও 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে কি এবার বড়সড় দায়িত্ব নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এখন তা নিয়েই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বস্তুত, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন কানাইলাল আগরওয়াল। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির কাছে পরাজিত হয়ে যেতে হয় তাকে। আর তারপরই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে হেরে যাওয়ার কারণে তাকে প্রশাসনিক বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে।

অনেকে বলছেন, এক সময় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন এই কানাইয়ালাল আগরওয়াল। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তাকে সেখানকার প্রশাসক করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের হাতে রাজ্য চলে যাওয়ার পর এই সেই প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কানাইয়ালাল আগরওয়ালকে। তবে বিধানসভা নির্বাচনে লড়াই করলেও তিনি হেরে যাওয়ার কারণে তাকে আবার সেই ইসলামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের মাথায় বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের একাংশ বলছেন, কানাইলাল আগরওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অত্যন্ত পছন্দের, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। কেননা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ সংগঠনের দায়িত্ব দিয়ে কানাইলাল আগরওয়ালের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তৃনমূল সুপ্রিমো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে তাকে জনপ্রতিনিধি করে হয়ত বা বড় কোনো দায়িত্ব দেওয়ার ইচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মানুষের রায়ে জয়লাভ করতে পারেননি এই তৃণমূল প্রার্থী। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রায়গঞ্জে মাথা তুলে দাঁড়াতে পারেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি প্রভাবিত এই এলাকায় যেভাবে লড়াই দিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, তাতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বড় কোনো পুরস্কার দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। সেদিক থেকে আবারও ইসলামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হতে পারে কানাইলাল আগরওয়ালকে বলে দাবি একাংশের।

ইতিমধ্যেই এই ব্যাপারে আশা প্রকাশ করতে শুরু করেছেন কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীরা। তাদের দাবি, অবিলম্বে কানাইয়ালাল আগরওয়ালকে বড় কোনো দায়িত্ব দেওয়া হোক। তাহলেই এলাকার উন্নয়ন বজায় থাকবে। এদিকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে পরাজিত হলেও, তাকে বড় কোনো জায়গা দেওয়া হতে পারে, এর পেছনে যুক্তি রয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

তাদের দাবি, রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। কিন্তু তারপরেও তাকে শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে কানাইয়ালাল আগরওয়াল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন, তখন তাকে দিয়ে ইসলামপুর শহরের কাজকর্ম পরিচালনা করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিক ভাবেই নির্বাচনে পরাজিত হলেও প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে আবার ইসলামপুরে নিজের কাজ শুরু করতে পারেন কানাইলাল আগরওয়াল বলেই মনে করছেন তার ঘনিষ্ঠরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!