এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লালু প্রসাদের সঙ্গে দেখা করেই আশার বাণী মমতার, জেনে নিন !

লালু প্রসাদের সঙ্গে দেখা করেই আশার বাণী মমতার, জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পাটনায় বৈঠকে বসতে চলেছে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাটনায় পৌঁছেই লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে লালুপ্রসাদ যাদবকে নিয়ে আশার বাণী শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এখনও অত্যন্ত সুস্থ রয়েছেন লালুপ্রসাদ যাদব। তাই তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন।

প্রসঙ্গত, এদিন পাটনায় গিয়ে লালু প্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ এই বর্ষীয়ান নেতার সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদবকে নিয়ে আশার বাণী শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, “লালু প্রসাদ যাদব অত্যন্ত বর্ষিয়ান নেতা। তাকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল। তিনি অসুস্থ ছিলেন। কিন্তু আমার দেখে মনে হয়েছে, তিনি এখন অত্যন্ত সুস্থ রয়েছেন এবং তিনি আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন।”

একাংশ বলছেন, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসতে। আর সেই কারণেই পাটনায় নীতিশ কুমারের ডাকা বৈঠকে উপস্থিত হয়েছেন তিনি। তবে সেই পাটনাতে গিয়ে দীর্ঘদিনের পরিচিতি লালু প্রসাদ যাদবকে পাশে পাওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে রীতিমতো উৎসাহ দিয়ে লালুপ্রসাদ যাদবের প্রশংসা করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!