এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পদত্যাগ করছেন রাজীব সিনহা! চমকে দেওয়া তথ্য দিলেন দিলীপ ঘোষ!

পদত্যাগ করছেন রাজীব সিনহা! চমকে দেওয়া তথ্য দিলেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা কার্যত চাপের মুখে পড়ে গিয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে রাজভবনের লাগাতার কটাক্ষ তাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে সেই রাজীব সিনহা কি নির্বাচন কমিশনার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, তা নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন। তবে এবার সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই নির্বাচন কমিশনারকে কেউ সমর্থন করছেন না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “উনি সরবেন কি সরবেন না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ ওনাকে সমর্থন করছেন না। আদালতে উনি অযোগ্য, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। রাজ্যপাল ওনাকে অযোগ্য বলছেন। বলছেন, সরিয়ে দেব। বাংলার মানুষ ত্রাহি ত্রাহি করছেন। একটা নির্বাচন করানোর মতো ক্ষমতা নেই, এতগুলো প্রাণ ঝরে গেল। উনি থেকে কি করবেন!”

একাংশের মতে, আদালত থেকে শুরু করে রাজভবনের চাপে এমনিতেই জেরবার বর্তমান নির্বাচন কমিশনার। বিরোধীদের অভিযোগ, এই নির্বাচন কমিশনার শুধুমাত্র রাজ্য সরকারের কথামতো কাজ করছেন। আর এই পরিস্থিতিতে সেই আদালত এবং রাজভবনের কথা তুলে ধরে নির্বাচন কমিশনারের পদ থেকে সরে যাওয়া উচিত রাজীব সিনহার বলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!