এখন পড়ছেন
হোম > রাজ্য > এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ের ‘ফর্মুলা’ দলীয় কর্মীদের বাতলে দিলেন শুভেন্দু অধিকারী

এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ের ‘ফর্মুলা’ দলীয় কর্মীদের বাতলে দিলেন শুভেন্দু অধিকারী

এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ের ‘ফর্মুলা’ দলীয় কর্মীদের বাতলে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন নিমতৌড়ির পানপোস্তা কর্মীসভায় আসন্ন পঞ্চায়েত ভোটকে উদ্যেশ্য করে কর্মীদের উপদেশ দিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বর্তমান সরকার বাংলায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরলেই আমরা সব আসনে জয়লাভ করব।’ তাঁর কথায়, ‘বাংলায় বিরোধীরা যতই কুত্‍সা করুক না কেন মানুষ আমাদের সঙ্গে রয়েছে।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২০১৩ সালের প্রসঙ্গ টেনে এনে এদিন তিনি বলেন, ‘২০১৩ সালে মীরা পান্ডেকে ভুল বুঝিয়ে একটি অস্থির আবহ তৈরি করা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ৫ দফায় পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করা হয়েছিল। সেই ভোটে লড়াই করে তৃণমূল কংগ্রেস ৮০ শতাংশ ভোটে জয়লাভ করেছিল। তৃণমূলকে জনবিচ্ছিন্ন প্রমাণিত করার চেষ্টা ব্যর্থ হয়েছিল বিরোধীদের। এবারও তার ব্যতিক্রম হবে না।’ এদিন তিনি কর্মিসভায় আস্থা জুগিয়ে জানান, ‘উন্নয়নকে সামনে রেখে আমাদের নির্বাচনে লড়তে হবে। উন্নয়নই এই ভোটের মূল অস্ত্র। আর সেই উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারলেই আমরা এবার ১০০ শতাংশ ভোটে নির্বাচিত হব।’ এদিন বিরোধীদের দিকে তীর ছুঁড়ে শুভেন্দুবাবু বলেন, ‘এই রাজ্যের বিরোধীরা শুধুমাত্র খবরের কাগজ, টিভি আর আদালতের বারান্দায় থাকেন। এঁরা মানুষের সুবিধা-অসুবিধার খবর রাখেন না। সকালে উঠে খবরের কাগজ টুকলি করেন আর বিকেলে মিডিয়া ডেকে সন্ত্রাসের কথা বলেন। যাঁদের বুথে-পাড়ায় কর্মী নেই তাঁদের মুখে এসব মানায় না।’

আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে  দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com

তিনি আরও বলেন, ‘লক্ষ্মণ শেঠের হাত ধরে হার্মাদরা এখন বিজেপি বনেছে। কংগ্রেসও ওদের সঙ্গে মিশে গেছে। বিরোধীরা একত্রিত হয়ে সন্ত্রাসের অভিযোগ তুলছিল। কিন্তু এ জেলাতে প্রায় সব ব্লকেই ভোটে হচ্ছে। কোথায় তিনটি স্তরে আবার কোথায় দুটি স্তরে। কিছু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা বিনা লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। কারণ, ওই সব এলাকায় বিরোধীরা কার্যত জনবিচ্ছিন্ন।’ এদিনের কর্মিসভায় শোভনবাবুর হাত ধরে বহু বিরোধী কর্মী তৃণমূলের ছত্রছায়ায় এসেছে বলে জানা গেছে। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের প্রসঙ্গ টেনে এনে তিনি বিরোধীদের আরও একবার ধরাশায়ী করার কথা জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!