এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ ফের সংসদে ধর্ণা দিলেন তৃণমূল সাংসদরা,কারণ জেনে নিন

আজ ফের সংসদে ধর্ণা দিলেন তৃণমূল সাংসদরা,কারণ জেনে নিন


এখন ভারতের প্রায় প্রতিটি কোন থেকেই বাঙালি কর্মীদের উপর আক্রমণ,অত্যাচার,শোষণ ইত্যাদি নানান ঘটনা উঠে আসছে।তাই শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে এইবার প্রতিবাদে সোচ্চার হলেন রাজ্য শাসকদল।আজ তৃণমূলের সাংসদদিয় নেতৃবৃন্দরা সংসদে গান্ধী মূর্তির কাছে ধর্ণা দেন।এই বিষয়ে তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের নিশ্চুপ মনোভাবাপন্ন মানসিকতার প্রতিবাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনের দাবি করেন।আজ তৃণমূলের সঙ্গে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সাংসদরাও প্রতিবাদে মুখর হয়েছিলেন।

তৃণমূলের সাসংসদীয় নেতারা ওয়েলে নেমে বিক্ষোভ করার পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার প্রধানসচেতক সুখেন্দু শেখর রায় ২৬৭ ধারায় নোটিশ দেন যাতে সংসদের বৈঠক বন্ধ করে এই বিষয় নিয়ে আলোচনা করা যায়।একেই সাথে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রীর সংবিধান বিরোধী বক্তব্যেরও কড়া সমালোচনা করেন।তিনি বলেন কেন্দ্রের একজন দ্বায়ীত্ব প্রাপ্ত মন্ত্রী হওয়া সত্ত্বেও কি করে তিনি ভারতীয় সংবিধানকে অসম্মান করেত পারেন ?তাকে কি এখনো মন্ত্রীর পদে রাখা উচিত ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!