এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২০০-এর বিশালতা কি বাড়িয়েছে উদারতা? শোভন-বৈশাখী নিয়ে নয়া সমীকরণ তৃণমূলের বাগানে?

২০০-এর বিশালতা কি বাড়িয়েছে উদারতা? শোভন-বৈশাখী নিয়ে নয়া সমীকরণ তৃণমূলের বাগানে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লড়াইটা বহু পুরনো। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের কারণে বন্ধুত্বকে জিতিয়ে দিয়ে শিবির বদলাতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে দেখা গেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। তবে গেরুয়া শিবিরে যোগদান করলেও, তার কপালে সুখ জোটেনি। সেখানেও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে মাঝেমধ্যেই আপত্তি সামনে এসেছে। যার জেরে বিজেপির পক্ষ থেকে তেমন কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে।

মাঝেমধ্যে সক্রিয় হলেও আবার কোনো কারনে ঘরে বসে থাকতে দেখা গেছে শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এদিকে গেরুয়া শিবিরে ঠিকমতো গুরুত্ব না পাওয়ার কারণে তারা আবার তৃণমূলে যোগ দিতে পারেন বলে যখন জল্পনা তৈরি হয়েছে, তখন কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়ের সহধর্মিনী রত্না চট্টোপাধ্যায়। পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই তৃণমূল আর তাদের গ্রহণ করবে না। তবে তৃণমূল কংগ্রেস যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায়, ঠিক তখনই সেই শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলায় তৃণমূল সম্পর্কে নরম সুর শোনা গেছে।

তবে শুধু এই দুজনই নয়, এবার 200 আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সেই শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী সুর নরম করে ফেলল তৃণমূল কংগ্রেস? জানা গেছে, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসেন, তাহলে কোনো অসুবিধা নেই রত্না চট্টোপাধ্যায়ের। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে তার এই উলটপুরানকে কেন্দ্র করে এখন রীতিমত জল্পনা তৈরি হয়েছে।

একাংশের প্রশ্ন, এমন কি হল, যার কারণে 180 ডিগ্রি ঘুরে গিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানালেন রত্নাদেবী? তাহলে কি এর পেছনে কোনো বড় কারণ রয়েছে? নাকি জয়লাভের পর তৃণমূল কংগ্রেস তাদের উদার মনোভাব দেখাতে শুরু করেছে? আর সেই কারণেই দীর্ঘদিন ধরে জল্পনা চলা এই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দিকে নিয়ে আসার ব্যাপারে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের এই মন্তব্য? নানা বিষয় নিয়ে এখন রীতিমত জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বস্তুত, শোভন চট্টোপাধ্যায়ের পুরনো কেন্দ্র বেহালা পূর্বে এবার জয়লাভ করেছেন রত্না চট্টোপাধ্যায়। আর বিধায়ক হিসেবে শপথ গ্রহণের দিনেই তার গলায় শোনা গেল এক অন্য কথা। এদিন তিনি বলেন, “আমি কখনও বলিনি, ওনারা থাকলে আমি রাজনীতি করব না বা তৃণমূল করব না। ওনারা বলেছেন, আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন না। আমি এখন বিধায়ক। যদি মনে করেন, আমার সঙ্গে একমঞ্চে রাজনীতি করবেন, আসবেন। কিন্তু আমাকে আর তৃণমূল থেকে তাড়ানোর কোনো জায়গা রইল না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় এতদিন যেভাবে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কড়া মন্তব্য করেছিলেন, জয়লাভের পর যে তিনি তাদের সম্পর্কে কিছুটা হলেও নরম, তা তার এই মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার। আর এখানেই একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কি এই কথা বলে পরোক্ষে শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চাইল তৃণমূল কংগ্রেস? যে রত্না চট্টোপাধ্যায়ের জন্য শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বহু চেষ্টা করেও তৃণমূলে ফিরতে পারেননি বলে দাবি একপক্ষের, সেই রত্না চট্টোপাধ্যায় ভোটে জেতার পর এই ধরনের উদার মনোভাব পোষণ করলেন! এখন তা নিয়েই অন্যপক্ষ প্রশ্ন তুলতে শুরু করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, রাজনীতিতে আগামীকাল কি হবে, তা নিশ্চিত করে বলা যায় না। প্রতিমুহূর্তে সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেই সম্ভাবনাকে এড়িয়ে বাস্তবের মাটিতে পৌঁছনো রাজনীতিতে খুব একটা সহজ সিদ্ধান্ত হিসেবে অনেকের কাছেই গ্রহণযোগ্য হয় না। এক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দীর্ঘদিন ধরে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর সুর নরম করতে দেখা গেছে সেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও।

তবে যে রত্না চট্টোপাধ্যায়ের জন্য এতকাল তারা চেষ্টা করেও তৃণমূলে ফিরতে পারেননি বলে দাবি করেছিল একাংশ, সেই রত্না চট্টোপাধ্যায় এখন তাদের ব্যাপারে সুর নরম করে দেওয়ায় শোভনবাবুর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে তৃণমূলে যোগ দেওয়া কি শুধু সময়ের অপেক্ষা? এখন এই গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। সব মিলিয়ে কি হয় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!