এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাই প্রোফাইল এই জেলা থেকে মমতার মন্ত্রীসভায় স্থান পাবেন কোন হেভিওয়েটরা? জল্পনা তুঙ্গে

হাই প্রোফাইল এই জেলা থেকে মমতার মন্ত্রীসভায় স্থান পাবেন কোন হেভিওয়েটরা? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কথায় আছে, ভারতবর্ষের ক্ষমতা তারাই দখল করে, যারা উত্তরপ্রদেশে ভালো ফল করতে পারে। আর সর্বভারতীয় স্তরে এই কথা কিছুটা হলেও মিলে যায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে। বহু বিধানসভা আসন নিয়ে গঠিত এই জেলায় যারা ভালো ফল করে, তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বলে দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক কথায়, উত্তর 24 পরগনা জেলাকে বাংলার উত্তরপ্রদেশ বলে অভিহিত করেন একাংশ।

তবে এই উত্তর 24 পরগনা জেলা থেকে এবার কয়জন মন্ত্রী রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন, এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে। মূলত, 2016 সালে এই জেলা থেকে ছয়জন মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবার কজন মন্ত্রী পাবে এই জেলা? ইতিমধ্যেই তা নিয়ে নানা মহলে অংক কষাকষি শুরু হয়েছে। কোন বিধানসভা কেন্দ্রে থেকে কত বেশি লিড এসেছে এবং কাকে মন্ত্রী করা যেতে পারে, তা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা, সব জায়গায় চর্চা চলছে।

বলা বাহুল্য, 33 টি আসন বিশিষ্ট এই উত্তর 24 পরগনা জেলায় 2016 সালে তৃণমূল 27 টি আসনে জয়লাভ করেছিল। যার ফলে এই জেলা থেকে ছয়জন মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবার এখানে আরও ভালো ফল করেছে ঘাসফুল শিবির। 33 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট 28 টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবার আরও বেশি মন্ত্রী পেতে পারে উত্তর 24 পরগনা জেলা বলে মনে করা হচ্ছে।

বিশেষ সূত্র মারফত খবর, পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করা নির্মল ঘোষকে এবার রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেহেতু বর্তমানে নির্মলবাবু রাজ্য বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক, তাই তার জায়গায় শূন্যস্থান পূরণ করতে সেই দায়িত্ব দেওয়া হতে পারে তাপস রায়কে। অন্যদিকে পূর্ণেন্দু বসুকে যদি এবার মন্ত্রী করা না হয়, তাহলে তাপস চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।

এছাড়াও 2011 বা 2016 সালে খড়দা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে রাজ্য মন্ত্রীসভার অর্থমন্ত্রী হয়েছিলেন অমিত মিত্র। কিন্তু এবার তাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তবে তার মন্ত্রী হওয়ার একটা জল্পনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যদি অমিত মিত্রকে মন্ত্রী করা না হয়, তাহলে রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন রথীন ঘোষ। অর্থ্যাৎ উত্তর 24 পরগনা জেলা থেকে এবারেও একাধিক বিধায়ক মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্য মন্ত্রিসভায় কাকে নিয়ে যাওয়া হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বারবার দেখা গেছে, তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন, যারা তার অত্যন্ত আস্থাভাজন। সেদিক থেকে এই উত্তর 24 পরগনা জেলা যখন তৃণমূলকে এবারের বিধানসভা নির্বাচনকে কার্যত ঢেলে দিয়েছে, তখন সেই জেলা থেকে একটা বড় সংখ্যায় বিধায়ক যে মন্ত্রী হতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত।

কিন্তু কাদের কাদের ভাগ্যের চাকা পুষ্পকরথ দিয়ে মোড়া, এখন সেটাই লক্ষণীয় বিষয় রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। এই জেলায় যে 28 টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন, সেখানে সেই সমস্ত বিধায়কদের অনুগামী থেকে শুরু করে তৃণমূল কর্মীরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। সকলেই মনে করছেন, তাদের বিধানসভা এলাকার বিধায়ক রাজ্য মন্ত্রীসভায় জায়গা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত উত্তর 24 পরগনা জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রিসভায় কাকে কাকে জায়গা দেন, তা আগামী সোমবার শপথগ্রহণের সময়ই পরিষ্কার হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!