এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরোনো ‘পার্টনারের’ বিজেপিতে আসার অপেক্ষায় মুকুল? তারপরেই শুরু ‘মিশন যুবরাজের স্বপ্নভঙ্গ’?

পুরোনো ‘পার্টনারের’ বিজেপিতে আসার অপেক্ষায় মুকুল? তারপরেই শুরু ‘মিশন যুবরাজের স্বপ্নভঙ্গ’?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন মুকুল রায়। খেলা কিভাবে ঘোরাতে হয়, তা খুব ভালো করেই জানেন তিনি। প্রায় বেশ কয়েক বছর হয়ে গেল, তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের নানা হেভিওয়েট নেতা, বিধায়কদের গেরুয়া শিবিরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন মুকুল রায়। তবে বেশ কিছুদিন হল দলবদলের এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। একাংশ বলেন, মুকুল রায়ের তৃণমূল ছাড়া আর পেছনে পরিবারতন্ত্র প্রধান ভাবে দায়ী।

দলের এক যুবনেতার উত্থানের কারণে তা ঠিক মত সহ্য করতে পারেনি মুকুল রায়। আর তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সেই যুবনেতার পথের কাটা হতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তার অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। তবে মুকুল রায়ের তৃণমূলকে বিপাকে ফেলানোর খেলা আরও সহজ হয়ে যাবে, যদি তৃণমূল ছেড়ে কোনটা এক হেভিওয়েট মন্ত্রী বিজেপিতে যোগ দেন‌। তাই এখন রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি গুঞ্জন চলছে, তৃণমূলের সেই হেভিওয়েট মন্ত্রীর দলবদল নিয়ে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, যদি এই হেভিওয়েট মন্ত্রী সত্যি সত্যি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে মুকুল রায়ের পক্ষে খেলা আরও সহজ হয়ে যাবে। কারণ সেই হেভিওয়েট মন্ত্রীর অনেক অনুগামী এবং বিধায়ক রয়েছেন, তারা সকলেই তাঁর পথ অনুসরণ করে যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। যার ফলে মুকুল রায় যার কারণে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, সেই হেভিওয়েট যুবনেতাকে অনেকটাই চাপে ফেলতে উদ্যোগী হবেন তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়া সেই মন্ত্রী এবং মুকুলবাবু।

এদিকে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, সেই হেভিওয়েট মন্ত্রী যদি তৃণমূল কংগ্রেস করেন, তাহলে তিনি নিজের মত করে দল তৈরি করতে পারেন, তাহলে তার প্রভাব বঙ্গ বিজেপিতে পড়বে কিনা, সেই ব্যাপারে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব মুকুল রায়ের কাছে জানতে চেয়েছিলেন। তখন মুকুল রায় জানিয়ে দিয়েছিলেন যে, তার প্রভাব অবশ্যই ভোটব্যাংকে পড়তে পারে। তাই সেই ব্যাপারে যদি শাসকদলের সেই নেতা দলবদল করেন, তাহলে তাকে যাতে পদ্ম শিবিরে নিয়ে আসা যায়, তার জন্য প্রবল আলোচনা শুরু হয়েছে বলে খবর। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কোন দিকে গড়ায় জল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!