এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়কে ‘কুকুরেও চাটবে না’ বলে অশালীন আক্রমন তৃণমূল বিধায়কের

মুকুল রায়কে ‘কুকুরেও চাটবে না’ বলে অশালীন আক্রমন তৃণমূল বিধায়কের

কিছুদিন আগেও তিনি ছিলেন সিপিএমের জাঁদরেল নেতা, তৃণমূল দেখলেই খড়গহস্ত হতেন বলে অভিযোগ। এমনকি তাঁর নেতৃত্বেই বাম আমলে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে জীবনতলায় হামলা হয়েছিল, যে হামলায় প্রাণ পর্যন্ত যেতে পারত তৃণমূল নেত্রীর বলেও অভিযোগ। কিন্তু তিনি আজ জার্সি পাল্টে রেজ্জাক মোল্লার হাত ধরে ও শাসকদলের এক বিশেষ শীর্ষনেতার স্নেহধন্য হয়ে ক্যানিং-পূর্বের বিধায়ক। তিনি সওকত মোল্লা।
এক প্রকাশ্য জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি দলনেত্রীর গুনগান করে মুকুল রায় তথা বিজেপিকে তুলোধোনা করেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই প্রসঙ্গে বলতে গিয়েই মুকুল রায়ের প্রতি অশালীন শব্দ প্রয়োগ করেন শাসকদলের এই বিধায়ক। তিনি প্রথমে প্রশ্ন তোলেন বিজেপি মুসলিমদের গোমাংস খেতে দেবে না বলেছে, এমনকি হিন্দুদের মাছ পর্যন্ত খেতে দেবে না বলেছে। সাধারণ মানুষের খাবারে বাধা দেবার বিজেপি কে? এরপরেই মুকুল রায়ের প্রসঙ্গে চলে গিয়ে বলেন, মুকুল রায় দাবি করেছেন রাজ্যের ৭৭ হাজার বুথে তাঁর অনুগামী আছে, আগামী পঞ্চায়েতে যে কোনো একটি বুথে নিজে দাঁড়িয়ে জিতে দেখান। আমাদের দায়িত্ত্ব নিতে হবে, পিছন থেকে মমতা ব্যানার্জীর ছবি সরে গেলে, মাথা থেকে তাঁর হাত উঠে গেলে যেন একটা কুকুরেও না চাটে! যথারীতি প্রকাশ্য মঞ্চ থেকে এরকম অশালীন শব্দ ব্যবহৃত হওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিরোধী শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!