এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়ের পর কি এবার আরেক ‘চাণক্য’ বিজেপিতে?

মুকুল রায়ের পর কি এবার আরেক ‘চাণক্য’ বিজেপিতে?


রাজ্য-রাজনীতিতে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাবলীর অন্যতম হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মুকুল রায়ের বিজেপিতে যোগদান। সেই যোগদান নিয়ে যতই বিতর্ক থাক, যতই শাসকদলের শীর্ষনেতৃত্ত্ব বলুন, মুকুল রায়কে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু শাসকদলের একসময়ের ‘চাণক্য’ বিজেপি শিবিরে যোগদান করায় রাজ্য-রাজনীতিতে তা যথেষ্ট আলোড়ন ফেলেছে। মুকুল রায়ের পরে এবার সর্বভারতীয় ক্ষেত্রে আরেক ‘চাণক্য’ নামে পরিচিত অমর সিংহ বিজেপিতে যোগদান করতে পারেন বলে জোর গুজব রাজধানীতে।
মুলায়ম সিংহকে সামনে রেখে একের পর এক চাণক্যের চাল চেলে এই অমর সিংহ মোর ঘুরিয়ে দিয়েছিলেন উত্তরপ্রদেশের রাজনীতির। সে বচ্চন-দম্পতিকে রাজনীতির আঙিনায় নতুন করে টেনে আনায় হোক বা সাহারাশ্রী সুব্রত রায়কে নিপুন হাতে ব্যবহার করা। তাঁর দেওয়া একের পর এক মাস্টারস্ট্রোকে তখন কার্যত দিশেহারা মায়াবতী-কংগ্রেস এমনকি বিজেপিও। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিপুল জয় ও অখিলেশ যাদবের গাড়িতে বসা তাঁরই মস্তিষ্কপ্রসূত বলে রাজনৈতিক মহলের গুঞ্জন। সেই অমর সিংহ দীর্ঘদিনই বাপ-বেটার (মুলায়ম ও অখিলেশ সিংহ যাদব) ঝামেলার মাঝে পরে নিষ্প্রভ। দীর্ঘদিন ধরেই তিনি সমাজবাদী পার্টির টুপি খুলে বিজেপিতে যোগদান করতে পারেন বলে গুঞ্জন। কিন্তু ইদানিং যেভাবে বিজেপির হয়ে তিনি গলা ফাটাচ্ছেন, তাতে এই যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর অমর সিংহ এলে ২০১৯ লোকসভা ভোটের আগে যে যথেষ্ট সুবিধাজনক জায়গায় উত্তরপ্রদেশে চলে যাবে বিজেপি তা বলায় বাহুল্য। এখন দেখার সত্যিই এই যোগদান ঘটে নাকি সবটাই গুঞ্জনের স্তরেই থেকে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!