এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল কাউন্সিলরদের রিভিউ মিটিংয়ে কড়া বার্তা কাউন্সিলরদের

তৃণমূল কাউন্সিলরদের রিভিউ মিটিংয়ে কড়া বার্তা কাউন্সিলরদের

2019 সালের লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কোনমতে নিজেদের ঘর বাঁচায়। পরিস্থিতি বিচার করে এবং আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ ভোট গুরু প্রশান্ত কিশোর এর শরণাপন্ন হোন। এবং তারপর থেকেই প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক কাজ করে চলেছে তৃণমূল দল। প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়ে প্রথমেই শুরু করে ‘দিদিকে বল’ জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচি রূপায়ণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে স্থানীয় কর্মীরা পথে নেমে জনসংযোগের কাজ শুরু করেন। এবার সেই জনসংযোগ কর্মসূচির রিভিউ মিটিং এর সময়।

এদিন কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হয় প্রশান্ত কিশোরের ও তৃণমূল নেতৃত্বের তত্ত্বাবধানে। সূত্রের খবর, কাউন্সিলরদের একটি গাইডলাইন দেওয়া হয়, যাতে বলা হয় জনসাধারণের সামনে কিভাবে যেতে হবে। অর্থাৎ কোন বেশভূষায় যেতে হবে। সূত্রের খবর, প্রশান্ত কিশোর কড়া নির্দেশ দিয়েছেন কাউন্সিলরদের, জনগণের সামনে অতিরিক্ত সোনার গয়না, দামি গাড়ি নিয়ে চলাচল করা যাবে না। শুধু তাই নয়, জনগণের কাছে পৌঁছাতে নিজেদের বাহুলতাকে বিসর্জন দিয়েই এগোতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে 160 টি পুর এলাকায় সমীক্ষা করা হয়েছে সমর্থন যাচাইয়ের ব্যাপারে।

তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে 160 টি পুর এলাকায় সমীক্ষা করা হয়েছে সমর্থন যাচাইয়ের ব্যাপারে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সমীক্ষা আগামী দিনের নির্বাচনের টিকিট বিলিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এ বছরে রাজ্যের পুরসভাগুলিতে নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। আর এই পুরনির্বাচনকে রাজনীতির অনেকেই মিনি বিধানসভা নির্বাচন বলে আখ্যা দিয়েছেন।তৃণমূল সূত্রের খবর, এদিন রিভিউ মিটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি এলাকাতেই দলের লোক রয়েছে যারা কাউন্সিলরদের ওপর নজর রেখেছে তাই পারফরম্যান্স ঠিক না হলে কোনভাবেই পুরভোটে প্রার্থী করা হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠকে আরও বলা হয় প্রশান্ত কিশোরের পক্ষ থেকে- অতিরিক্ত সোনার গয়না, দামি গাড়ি নিয়ে জনগণের সামনে ঐশ্বর্য প্রকাশ করা যাবে না। নিজের ইমেজকে ধরে রাখার জন্য যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। এদিন বৈঠক থাকা কাউন্সিলরের কথা থেকে জানা গেছে, তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয়। পাশাপাশি গত পাঁচ বছরের উন্নয়নমূলক কাজ নিয়ে মানুষের কাছে যেতে হবে, তাদের বোঝাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ‘দিদিকে বল’ রিভিউ মিটিং এ পুরভোট নিয়েই সম্পূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। তৃণমূল সূত্রের খবর, এই রিভিউ বৈঠকে তৃণমূল নেতৃত্ব কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ‘দিদিকে বল’ কর্মসূচি আরও কার্যকরভাবে প্রয়োগ করার জন্য।

2021 এর বিধানসভা নির্বাচন ও এ বছরের পুরনির্বাচনকে মাথায় রেখে রাজ্য তৃণমূল নেতৃত্ব ‘দিদিকে বল’ জনসংযোগ কর্মসূচি নিয়ে সমান তালে এগিয়ে চলেছে। ইতিমধ্যে রাজ্য বিধানসভার উপনির্বাচনের ফল তাদের এক্সট্রা অক্সিজেন প্রদান করেছে। অন্যদিকে, বিজেপি শিবিরও পিছিয়ে নেই। 2021 এর বিধানসভা নির্বাচনকে একমাত্র লক্ষ্য করে তাঁরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতে বিজেপি সংগঠন অনেক বেশী মজবুত হওয়ার পথে। আপাতত রাজ্যের যুযুধান দুই শিবির পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে জনগণের মন পেতে। সে দিকেই লক্ষ্য রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!