এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবস্থার পরিবর্তন, এসএসকেএম ভর্তি নিল না অনুব্রতকে ! বোমা ফাটালেন এই হেভিওয়েট!

অবস্থার পরিবর্তন, এসএসকেএম ভর্তি নিল না অনুব্রতকে ! বোমা ফাটালেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো জেরায় শাসকদলের নেতা মন্ত্রীকে ডাকলেই তারা অসুস্থতার ভান করে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতেন বলে দাবি করে বিরোধীরা। বারবার এই দৃশ্য সামনে এসেছে। কিন্তু হঠাৎ করেই তার আমূল পরিবর্তন চোখে পড়েছে। যেখানে অনুব্রত মণ্ডল সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। আর তারপরেই তার চেকআপ করানোর পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, তার হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে কেন এসএসকেএম এত বড় সাহসী পদক্ষেপ নিল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

অনেকেই বলছেন, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তারপর সেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আদালতের নির্দেশে ভুবনেশ্বরের হাসপাতালে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে সেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছেন। তার হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই। যার ফলে অত্যন্ত চাপের মুখে পড়ে গিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তাই পরিস্থিতি যে ক্রমশ তাদের দিকে চাপ হিসেবে ধেয়ে আসতে পারে, সেই কারণেই নিরপেক্ষ স্বাস্থ্য পরীক্ষা করে অনুব্রত মণ্ডলকে ছেড়ে দিয়েছে তারা বলেই মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে বড়সড় বোমা ফাটালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “অবস্থার পরিবর্তন হয়েছে। আজ থেকে ছয় মাস আগে এই পরিস্থিতি হলে হয়তো অনুব্রতবাবু আবার 15 দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যেতেন। কিন্তু চিকিৎসকরা নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপি নেতা বুঝিয়ে দিতে চাইলেন, এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। তাই তারা এবার এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!