এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার থেকে সমবায় ব্যাঙ্কেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই আধুনিক পরিষেবা দেবে রাজ্য সরকার

এবার থেকে সমবায় ব্যাঙ্কেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই আধুনিক পরিষেবা দেবে রাজ্য সরকার


আগামী দু থেকে তিন বছরের মধ্যে সকল সমবায় গোষ্ঠীকে সম্পূর্ণ কম্পিউটারইজড করতে চলেছে রাজ্য সরকার বলে সূত্রের খবর। সমবায়ের সমগ্র পরিকল্পনাকে আধুনিক করবার উদ্দেশ্যে গ্রাহকদের এই পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য। সমবায়মন্ত্রীর বক্তব্য, সকল পরিকল্পনাকে সঠিক রূপে বাস্তবায়িত করবার জন্য চলতি আর্থিক বছরের প্রথম পর্যায়ে ২৯ হাজারের মধ্যে তিন হাজার সমবায় ব্যাংককে কম্পিউটেরাইজড প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। সমগ্র কাজ শেষ হলে গ্রাহকরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই আধুনিক পরিষেবা পাবেন। তিনি আরো বলেন, এই বছরে বিনিয়োগের পরিমান বাড়িয়ে গ্রামাঞ্চলে ৭৫ কোটি টাকা এবং শহরাঞ্চলে ১০০ কোটি টাকা করার লক্ষ রয়েছে। পুরো বছরে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার কৃষিঋণ নেন কৃষকরা। যার মধ্যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা দেয় সমবায় ব্যাঙ্কগুলি। পাশাপাশি গত বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৫৯২ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল যা বাড়িয়ে ১৪০০ টাকার লক্ষমাত্রা রাখা হয়েছে। পরিকল্পনার সঠিক রূপায়ণের জন্য আগামী ২৫ জানুয়ারী রাজ্যের সকল সমবায়ের কর্মীদের নিয়ে আলোচনায় বসবেন মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!