এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > উপনির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

উপনির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে


ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের ঘড়াধরা পার্কের সামনে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । জানাযায়, বুধবার রাত্রি ৯ টার সময় একদল যুবক বাইকে করে এসে পার্টি অফিস লক্ষ করে আলো পাথাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে ।

অভিযোগ দলীয় পার্টি অফিসের ভেতরে ঢুকে চেয়ার , টেবিল ভেঙে ফেলে এবং দলীয় পতাকা ছিঁড়ে দেয় । সুরিয়া সিং নামে তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধরও করে দুষ্কৃতীরা । বর্তমানে ওই তৃণমূল কর্মী ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । তৃণমূলের অভিযোগ , এই ঘটনা  বিজিপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে ।

পার্টি অফিস ভাঙচুরের ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা ঝাড়গ্রাম থানায় জমায়েত হয়। তৃণমূলের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয় ।

ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাহাতো বলেন , প্রায় ১৫ জন মত যুবক বাইকে করে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং আমাদের এক কর্মীকে গুরুতরভাবে মারধরও করে । এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!