এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? জল্পনা চরমে

বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? জল্পনা চরমে

চমকে দিল কলকাতার এক নামী ওয়েব পোর্টাল। কলকাতার ওই ওয়েব পোর্টালের দাবি অনুযায়ী এবার দলবদল করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যেতে পারেন শুভেন্দু অধিকারী। ওই পোর্টালের দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক ঘনিষ্ঠ নেতা তাঁদের সাংবাদিকদের কাছে তাঁর দলবদলের ব্যাপার নিয়ে মুখ খুলেছেন। ওই ঘনিষ্ঠ নেতাদের দাবি শুভেন্দুবাবু নাকি দলে যোগ্য সম্মান পাচ্ছেন না, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক নিকট আত্মীয়কে দলের মধ্যে বেশি গুরুত্ত্ব দিতে গিয়ে শুভেন্দুবাবুর সঙ্গে যা করছেন তাতে তিনি রীতিমত আহত। আর তাই দলে যোগ্য সম্মান না পেয়ে তিনি নাকি তাঁর ঘনিষ্ঠদের নিয়ে ইতিমধ্যেই একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
আর সেই বৈঠকের নির্যাস হল, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দুবাবু। বিজেপির রাজ্যসভার এক সাংসদ নাকি শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের ব্যাপারটা দেখছেন। ওই পোর্টালের আরো দাবি, শুভেন্দুবাবু যদি দলবদল করে বিজেপিতে যান তাহলে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি নির্বাচনে লড়বে। এমনকি এব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গেও প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং তাঁর কাছ থেকেও সবুজ সংকেত মিলেছে। যদিও ওই পোর্টালের ওই খবরের শেষে দাবি করা হয়েছে যে তাঁদের তরফ থেকে এই ব্যাপারে সরাসরি শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে পুরো ব্যাপারটিই তিনি অস্বীকার করেছেন। তবে এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!