এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে শুভেন্দু-গড়ে এবার কংগ্রেস-তৃণমূল জোট! চোখ কপালে বিরোধীদের

পঞ্চায়েতে শুভেন্দু-গড়ে এবার কংগ্রেস-তৃণমূল জোট! চোখ কপালে বিরোধীদের

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-১ গ্রাম পঞ্চায়েতের একটি আসনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একজোট হয়ে প্রার্থী মনোনীত করেছেন। এলাকার স্থানীয় মানুষদের থেকে জানা গেলো এসইউসি প্রার্থীকে প্রতিহত করতেই এই জোট প্রার্থী মনোনয়নের ভাবনা। মাতঙ্গিনী ব্লকের বল্লুক-১ গ্রাম সবসময়েই এসইউসি দলের ক্ষমতাধীন। উল্লেখ্য ২০০৭ সালে নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনে তৃণমূলের সহযোগী ছিল এসইউসি। পরের বছর পঞ্চায়েত নির্বাচনেও সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল-এসইউসি জোট হয়েছিল। সেই জোট প্রার্থী জয়লাভও করেছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।২০১৩ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেয় এসইউসি। বল্লুক-১ গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে চারটিতে জয়লাভ ও করে এসইউসি প্রার্থীরা। এসইউসি-কে হঠাতে বদ্ধ পরিকর রাজ্যের শাসকদলের শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল আহ্বায়ক শরত্‍ মেট্যা কংগ্রেস ও তৃণমূল জোট প্রসঙ্গে বললেন, ”এখানে প্রধান প্রতিপক্ষ এসইউসি। একটি গ্রাম পঞ্চায়েত আসন কংগ্রেসকে ছাড়া হয়েছে। বাকি আসনে আমাদের প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস।” ব্লক কংগ্রেসের সভাপতি বিজয় সামন্ত বলেন, ”বল্লুক-১ অঞ্চল নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোট গড়ার কথা জানিয়েছিল। আমরা বাধা দিইনি।” এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি আছে কী না জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ”আঞ্চলিক বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে জোটের কথা জেলা নেতৃত্বকে জানিয়েছি।” অন্যদিকে এসইউসি-র নোনাকুড়ি লোকাল কমিটির সম্পাদক প্রদীপ দাস জানালেন, ”তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়েছি। তাই ওরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। মানুষ নিশ্চয়ই ব্যালটে জবাব দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!