এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চরম দ্বিচারিতা মমতার! “রান্নার গ্যাস ৫০০” প্রতিশ্রুতি দিয়ে লজ্জায় পড়লেন অভিষেক!

চরম দ্বিচারিতা মমতার! “রান্নার গ্যাস ৫০০” প্রতিশ্রুতি দিয়ে লজ্জায় পড়লেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ধুপগুড়িতে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটা করে ঘোষণা করেছিলেন, যদি ইন্ডিয়া জোট আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে নাকি গ্যাসের দাম 500 টাকা হয়ে যাবে। তার এই ঘোষণা নিয়ে নানা মহলে হাসির রোল পড়ে গিয়েছে। তবে এবার নিজের ঘোষণার মধ্যে দিয়ে নিজেই লজ্জায় পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাকে লজ্জায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫০০ টাকা দিয়ে রান্নার গ্যাস দেওয়ার যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, ক্ষমতা থাকলে নিজের পিসিকে দিয়ে রান্নার গ্যাসের জন্য রাজ্য সরকার যে সেস নেয়, সেই টাকা মুকুব করা হোক বলে চ্যালেঞ্জ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, শনিবার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন, আগামী লোকসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে গ্যাসের দাম 500 টাকা করা হবে। এদিকে তৃণমূল নেতার এই বক্তব্যের পরেই অনেকে প্রশ্ন করেন, ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গে আলোচনা না করে কি করে একতরফা এই ঘোষণা করলেন অভিষেকবাবু! তাহলে কি শুধুমাত্র ভোটে জিততে চমকপ্রদ ঘোষণা ক্ষমতাই কি বড় সম্পদ এই তৃণমূল নেতার কাছে! তবে এবার অভিষেকবাবুর সেই প্রতিশ্রুতিকেই রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে কতটা সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা অবশ্যই নজর রাখার মত বিষয়।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমিয়েছে। উজালা গ্যাসের দাম 400 টাকা কমে 700 টাকা হয়েছে। আর এমনি গ্যাসের দাম 200 টাকা কমে 800 টাকা হয়েছে। ওনারা যদি এতই মানবদরদী হন, জনদরদী হন, তাহলে আমি বলছি, রাজ্য সরকার এই গ্যাসের জন্য 295 টাকা সেস নেয়। আমি ওনার পার্টিকে চ্যালেঞ্জ করছি যে, ওনারা 200 টাকা সেস মুকুব করে নিন। সাধারণ মানুষকে স্বস্তি দিন। তাহলে বুঝব, ওনারা মানব দরদী।”

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ রীতিমত অভিষেকবাবুর অস্বস্তি বাড়িয়ে দিল। ইন্ডিয়া জোট কবে ক্ষমতায় আসবে, আর কবে তারা এই প্রতিশ্রুতি পূরণ করবে, তা অনেক পরের বিষয়। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ের কথা তুলে ধরে অভিষেকবাবুর দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে। তাই সেখানে রাজ্যের সেস মুকুব করার চ্যালেঞ্জ তারা কতটা গ্রহণ করতে পারবেন, তা প্রশ্ন আকারে ছুড়ে দিলেন। ফলে বিরোধীরা বলছেন, যদি এতই জনতার জন্য চিন্তা হয়, তাহলে অভিষেকবাবু নিজের পিসিকে দিয়ে এই সেস মুকুব করিয়ে আরও 200 টাকা গ্যাসের দাম কমিয়ে দিন। তাহলেই বোঝা যাবে, কারা কতটা জনতার জন্য কাজ করছে!

তবে শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে সক্ষম হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! একাংশের মতে, কোনোভাবেই এই সিদ্ধান্ত নিতে পারবে না তৃণমূল সরকার। কারণ তারা যদি এইরকম সিদ্ধান্ত নিত, তাহলে এর আগে পেট্রোল এবং ডিজেলের মূল্য যখন কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, তখন রাজ্য তাদের হাতে থাকা সেসের পরিমাণ কমিয়ে দিয়ে মানুষকে শাস্তি দিতে পারত। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ রাজ্যের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলে শুভেন্দুবাবুর এই চ্যালেঞ্জে নিজের দল এবং নিজের পিসি তথা মুখ্যমন্ত্রীর কারণেই রীতিমত প্রতিশ্রুতি দিয়ে লজ্জায় পড়ে গেলেন অভিষেকবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!