এখন পড়ছেন
হোম > জাতীয় > ফোনে আড়ি পাতা নিয়ে মুকুল রায়ের অভিযোগের জবাব দিল রাজ্য

ফোনে আড়ি পাতা নিয়ে মুকুল রায়ের অভিযোগের জবাব দিল রাজ্য

তাঁর চারটি ফোনেই এরই পাতা হচ্ছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিয়েছিল আদালত। সেই মামলার আজ শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবীর তরফে জানা যাচ্ছে, এদিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, বিচারক অনুপস্থিত থাকায় তা পিছিয়ে যায়। সম্ভবত সোমবার শুনানি হবে।
তবে কলকাতার এক বহুল প্রচারিত বাংলা দৈনিকের দাবি, রাজ্য সরকার তাদের হলফনামায় জানিয়েছে, অভিযোগ ভিত্তিহীন। মুকুল রায়ের টেলিফোনে আড়িপাতা হয়নি। কেউ যদি আড়ি পেতে থাকে, তাহলে তা কেন্দ্রীয় সরকার। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!