এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গের মুকুল ম্যাজিক কিছুটা হলেওকি ভাবাচ্ছে শাসকদলকে

উত্তরবঙ্গের মুকুল ম্যাজিক কিছুটা হলেওকি ভাবাচ্ছে শাসকদলকে


এবার উত্তরবঙ্গেরর বুনিয়াদ দৃঢ করবার জন্য মুকুল রাইয়ের সঙ্গে আলোচনাসভার আয়োজন করতে চলেছে বিজেপি নেতৃত্ব। ধুপগুড়ি ও বুনিয়াদপুরে বিগত দু’টি নির্বাচনে দলের উল্লেখযোগ্য ভালো ফল ও কোচবিহারে দলের বৃদ্ধির জেরে মূলত এই বৈঠকের আয়োজন করেছে দল ।
দলীয় সূত্রে খবর, লিগুড়িতে উত্তরবঙ্গের BJP আহ্বায়ক রথীন্দ্রনাথ বসুর আহ্বানে আজ সকালে শিলিগুড়িতে উপবিষ্ট হতে চলেছেন মুকুল রায় সহ নানান বিজেপি নেতৃবৃন্দ।প্রতিটি লোকসভাভিত্তিক কর্মী নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক হবে বলে জানা গেছে। সেখানেই বুথ ভিত্তিক সংগঠন ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা হবে। নির্বাচনে বুথ ভিত্তিক সংগঠনের কাজকর্ম নিয়েও নিজের পরামর্শ দেবেন মুকুল রায়।তবে কেবল মুকুল রায়ের উপরেই কেন এই গুরুদায়িত্ব বর্তেছে দল তা নিয়ে দলের সূত্র ধরে জানা গেছে যে তৃণমূলের প্রাক্তন নেতা মুকুল রায় উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত বুথের খুঁটিনাটি সমন্ধে ওয়াকিবহল।তার সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে ভোটের আগে ভোটগ্ৰাহী কৌশল তৈরী করতে তৎপর বিজেপি দল।তবে শুধুমাত্র বিজেপি নেতাদের সঙ্গেই নয় সূত্রের খবর অনান্য কিছু দলের নেতৃবৃন্দও উপস্থিত থাকতে পারে এই বৈঠকে। এই নিয়ে রাজনৈতিক মহলে সোরগোল তুঙ্গে। এর আগে তৃণমূল সতর্ক করে জানিয়ে দিয়েছিলো যে দল বিরোধী কার্য্ বরদাস্ত করবে না তারা ।অন্য একটি সূত্রের খবর, বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা খোঁজ খবর নিচ্ছেন মুকুল রায় কখন কোথায় নামবেন বা কোথায় থাকবেন। কয়েকজন নেতার সঙ্গে নাকি মোবাইলে কথাবার্তাও বলেছেন মুকুল। তৃণমূলের দুই কাউন্সিলর না কি মুকুলের সঙ্গে দেখা করারও চেষ্টা করছেন।আর এতেই কিছুটা হলেও চিন্তিত শাসকদল।কেননা উত্তরবঙ্গে যদি সত্যিই তৃণমূল নেতা কর্মীরারা মুকুলের হাত ধরে দল বদলায় তবে তা তো সত্যিই চিন্তার। আর তাই এই সব তৃণমূল নেতাদের উপর করা নজর রেখেছে শাসকদল এমনটাই কানাঘুসো শোনা যাচ্ছে। তবে এবার দেখার বিষয় যে মুকুলের পরিকল্পনা দলের পক্ষে কতটা কার্যকর হয়।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!