এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সকল দেশবাসীর জন্য সম আইনের দাবি শুভেন্দু অধিকারীর

সকল দেশবাসীর জন্য সম আইনের দাবি শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতির হটস্পট হয়ে উঠেছে নন্দীগ্রাম কেন্দ্রটি। এই নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে লড়াই করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির শিক্ষক মঞ্চে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে তিনি জানালেন যে, আইন দেশের সকলের জন্য এক হওয়া উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে থাকা ৬টি মামলার বিষয়ে নির্বাচন কমিশনকে জানান নি। কিন্তু দেশের সমস্ত মানুষের কাছে আইন এক হওয়া উচিত। তিনি দাবি করেছিলেন যে, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন উপযুক্ত বিচার করে। তবে, শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

তৃণমূলের দাবি, হারার ভয়ের কারণেই এমন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান যে, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখবার চেষ্টা করা হলে রাজ্যের ২৯১ টি আসনই তৃণমূল পাবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!