পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে দাবি মুকুলের রাজ্য December 8, 2017 উত্তরবঙ্গের ভোট বুথগুলির বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রিত বিজেপি নেতা মুকুল রায় বললেন, . “পশ্চিমবঙ্গে পরিবর্তনের দামামা বাজা শুরু হয়েছে। শুধু সময়ের অপেক্ষা।”নানান বিষয় চর্চা করবার সময় তাকে উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্বের সঙ্গে সম্বন্ধ আছে কিনা তা জিজ্ঞাসা করায় তিনি জবাবে বলেন যে তিনি নিজে সকলের সাথে যোগাযোগ রাখবার চেষ্টা করেন। তার পরবর্তী কর্মসূচি নিয়ে তিনি বলেন যে যেহেতু তিনি বিজেপির সভায় এসেছেন সুতরাং বিজেপির রাজ্য কমিটিই ঠিক করবেন তার পরবর্তী কর্মসূচি কি হবে।পরবর্তী ক্ষেত্রে রাজ্য কমিটির নিয়ন্ত্রণে তিনি নিয়ন্ত্রিত হবেন। ধুপগুড়ি ও বুনিয়াদপুরের দু’টি নির্বাচনে সুন্দর পরিনাম করার সাথে সাথে কোচবিহারেও দলের ক্ষমতা বৃদ্ধি ঘটেছে। তাই এইবারে রাশ শক্ত করতেই উত্তরবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুকুল রায়। উত্তরবঙ্গের ৬ জেলায় আজ তিনি সমাবেশ করবেন। আপনার মতামত জানান -