এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বিগ্নবিরোধীরা, রাজ্যপালের দ্বারস্থ বিরোধীরা

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বিগ্নবিরোধীরা, রাজ্যপালের দ্বারস্থ বিরোধীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি ঘটছে। যতই নির্বাচন এগিয়ে আসছে ততই অরাজক ও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাজ্যে। এমনটাই অভিযোগ রাজ্যের একাধিক বিরোধীদলের। বিশৃংখল এই পরিস্থিতির মধ্যে আগামী বিধানসভা নির্বাচন আদৌ অবাধ ও শান্তিপূর্ণভাবে হতে পারবে কিনা? সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যের বিভিন্ন বিরোধী দল। আজ রাজ্যপাল জগদীপ ধনকরকে এ বিষয়ে অবগত করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

আজ সোমবার রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। রাজভবনে বেশ কিছুক্ষণ রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে কথাবার্তা চলে তাঁর। রাজ্যের আইন শৃঙ্খলার যেভাবে অবনতি ঘটছে, তাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আব্দুল মান্নান এর সঙ্গে তাঁর বৈঠকের পর তাঁদের সাক্ষাৎকারের বিষয়টি ছবি সহ টুইট করে সকলের সামনে আনলেন রাজ্যপাল। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তিনি পুলিশকে শাসক দল তৃণমূলের দলদাস বলে মন্তব্য করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্য পুলিশ নিরপেক্ষতা হারিয়েছে, এই অভিযোগ তিনি একাধিকবার করেছেন। ইতিপূর্বে রাজ্য পুলিশের ডিজিকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন। গতকাল আবার রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তালিকা রাজ্যপাল প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ আবার রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রবল আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বার একাধিক অভিযোগ এনেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের স্বাস্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি অভিযোগ করেছেন। রাজ্যপালকে পাল্টা ভাবে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের পক্ষ থেকে একাধিকবার টুইট ও চিঠি পাঠানো হয়েছে। ইতিপূর্বে রাজ্যপাল রাজ্যের বর্তমান অবস্থাকে হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করেছিলেন। এই পরিস্থিতিতে আজ সোমবার রাজ্যপালের এই টুইটের পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেয়া হয় কিনা? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!