এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে এবার বেআইনিভাবে বিক্রি হচ্ছে জলও! তীব্র দ্বন্দ্ব বিজেপি সাংসদ ও তৃণমূলী মেয়রের মধ্যে

রাজ্যে এবার বেআইনিভাবে বিক্রি হচ্ছে জলও! তীব্র দ্বন্দ্ব বিজেপি সাংসদ ও তৃণমূলী মেয়রের মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্গাপুর ব্যারেজ বেহাল হতে না হতেই এবার জল নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল। যেখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে সরব হলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং দুর্গাপুর পৌরনিগমের তৃণমূলের মেয়র দিলীপ অগস্তি। এতদিন সন্ত্রাস, আক্রমণ নিয়ে একে অপরের বিরুদ্ধে এই দুই রাজনৈতিক দল সরব হত। কিন্তু এবার জল নিয়ে রাজনীতি করার অভিযোগে একে অপরের বিরুদ্ধে সোচ্চার হলেন তারা। যাকে কার্যত নজিরবিহীন বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন দুর্গাপুর ব্যারেজ ইস্যুতে মুখ খুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বর্ধমান দুর্গাপুর বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

তিনি বলেন, “পাঁচ দিন ধরে শিল্পাঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছেন না। শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেচ দপ্তর বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। এর পরও রাজ্য কেন সেনার সাহায্য নিল না! আমাকে বলতে পারত। আমি এই বিষয়ে রাজ্যকে সাহায্য করতাম। তা না করে মানুষকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হল। ডিএসপি এলাকায় জল সরবরাহ হচ্ছে। কিন্তু ডিএসপির 10 নম্বর ওয়ার্ড বাদে 33 টি ওয়ার্ডে কি সঠিকভাবে জল বন্টন হচ্ছে!”

এদিকে পছন্দের লোকেদের বাড়ি বাড়ি ট্যাংকার পৌঁছে যাচ্ছে বলেও অভিযোগ করেন এই বিজেপি সাংসদ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় দুর্গাপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরবোর্ড যে অনেকটাই চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। কেননা বিজেপি সাংদের মূল অভিযোগ যে সেই পৌরবোর্ডের বিরুদ্ধে, তা কার্যত স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা বিজেপি সাংসদের এই অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর পৌরসভার মেয়র তৃণমূলের দিলীপ অগস্তি। তিনি বলেন, “সাংসদের আগে ভালো করে দুর্গাপুরের ভূগোল সম্পর্কে জানা দরকার। আমাদের কাউন্সিলররা দিন রাত এক করে চাহিদা অনুযায়ী মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। ব্ল্যাক মার্কেটিং যদি হয়ে থাকে, তাহলে উনি নির্দিষ্ট করে অভিযোগ জানান। সস্তার রাজনীতি করতেই এতদিন পরে এসে এই সব বলছেন।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে যেভাবে জল নিয়ে বিজেপি সাংসদ তৃণমূলের দিকে অভিযোগ করলেন এবং তার পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মেয়র, তাতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!