এখন পড়ছেন
হোম > রাজনীতি > অশান্তি শুরু হতেই নির্বাচন কমিশনারকে বড় নির্দেশ, একি বললেন রাজ্যপাল!

অশান্তি শুরু হতেই নির্বাচন কমিশনারকে বড় নির্দেশ, একি বললেন রাজ্যপাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধীদের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হচ্ছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে যেভাবে অশান্তি শুরু হয়েছে, তা নিয়ে আতঙ্কে রয়েছেন সকলেই। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে হবে বলে জানিয়ে দিয়েছেন বাংলার রাজ্যপাল।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। আর সেই বিষয়টি নজরে আসতেই রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠান রাজ্যপাল। যেখানে শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দেন তিনি। এদিকে এই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যেখানে তিনি বলেন, “আমার সাথে আজকে রাজ্য নির্বাচন কমিশনারের কথা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, যে কোনো মূল্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে হবে। কোনোমতেই অশান্তি বরদাস্ত করা হবে না।”

বলা বাহুল্য, ইতিমধ্যেই নির্বাচনের একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছে বিজেপির প্রতিনিধি দল। যেখানে অশান্তির বিষয়ে নালিশ জানিয়েছে তারা। আর তারপরেই নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করে রীতিমত কড়া বার্তা দিলেন রাজ্যপাল। তবে রাজ্যপালের এই বার্তার পর নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কতটা সফল হয় নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!