এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার করোনায় কুপোকাত রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী, টেনশনের চোরাস্রোত তৃণমূলের অন্দরে?

এবার করোনায় কুপোকাত রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী, টেনশনের চোরাস্রোত তৃণমূলের অন্দরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দ্রুতগতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি রাজ্যের মোট করোনা সংক্রমণ ৩ লক্ষ ৯৪ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। করোনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে ৭০০০ এর গণ্ডি। প্রতিদিনের করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। রাজনৈতিক মহলে ব্যাপক থাবা বিস্তার করেছে করোনা। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। করোনা আক্রান্ত হয়ে মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন আছেন তিনি। তবে, গুরুতর অসুস্থ তিনি নন, কিন্তু করোনার বেশকিছু উপসর্গ আছে তাঁর শরীরে।

প্রসঙ্গত রাজ্য ও দেশের রাজনৈতিক মহলে করোনার ব্যাপক হানা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক কারণেই রাজনীতিবিদদের ঘরে বসে থাকলে চলে না। নানা কর্মসূচি পালন করতে হয় তাদের, জনসংযোগ সহ নানা বিষয়ে বারবার বাইরে বেরোতে হয় তাঁদের। আর সেকারণেই, করোনার সংক্রমনের হাতে থেকে কিছুতেই রেহাই মিলছে না রাজনীতিবিদদের। শাসক ও বিরোধীদলের বেশ কিছু রাজনীতিবিদ আক্রান্ত হয়েছিলেন।যদিও তাঁদের মধ্যে অনেকেই আবার সুস্থ হয়ে, পুনরায় রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন। এই আবহে পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এল।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব করোনা আক্রান্ত হয়ে মাটিগাড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন। নার্সিংহোম সূত্রের খবর, গুরুতর অসুস্থ তিনি নন, কিন্তু তাঁর শরীরে করোনার বেশকিছু উপসর্গ আছে। এদিকে, দুদিন আগে পর্যটন মন্ত্রী গৌতম দেব পর্যটন দপ্তরের কাজের উদ্দেশে কলকাতায় গিয়েছিলেন। গতকাল সকালে তিনি শিলিগুড়ি ফিরে যান। বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এর পর চিকিৎসকরা তাঁকে করোনা পরীক্ষার নিদান দেন। এরপর তাঁর অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলে তাঁকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। আজ শনিবার আরো একদফা তাঁর পরীক্ষা করানো হবে বলে নার্সিংহোম সূত্রে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গত মঙ্গলবার বিহারে ভোট প্রচারে যাবার সময় বাগডোগরা বিমানবন্দরে অল্প সময়ের জন্য নেমেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি নেতা, সাংসদেরা সাক্ষাৎ করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর তিনি কলকাতায় গিয়েছিলেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক উপস্থিত ছিলেন তিনি। এরপর গতকাল কলকাতা থেকে ফিরেই তাঁর করোনার সংক্রমণ দেখা গেল।

পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনা সংক্রমনের খবরে উদ্বিগ্ন অনেকেই। পর্যটন মন্ত্রীর করোনা আক্রান্ত হবার কিছুদিন আগে থেকে যারা পর্যটনমন্ত্রীর সংস্পর্শে এসে ছিলেন, তাঁদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। দ্রুত পর্যটনমন্ত্রী সুস্থ হয়ে যোগদান করুন রাজনৈতিক কর্মকাণ্ডে, এমনটাই সকলের কামনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!