এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অন্য প্রতীকে জিতলেও তৃণমূলেই যোগ দেবে” ভোটের আগেই বিস্ফোরক কুনাল!

“অন্য প্রতীকে জিতলেও তৃণমূলেই যোগ দেবে” ভোটের আগেই বিস্ফোরক কুনাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধীদের পক্ষ থেকে নানা অভিযোগ করা হচ্ছে। তাদের দাবি, তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দিচ্ছে না শাসক শিবির। তৃণমূলের পক্ষ থেকে প্রতি সময় ভয় দেখানো হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভোটে যদি বিরোধীদের পক্ষ থেকে কেউ জেতেও, তাহলে তারা তৃণমূলে যোগদান করবে বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “এত গন্ডগোল করে তো কোনো লাভ নেই। এত যে চিৎকার করছে, ধরে নিলাম, এরা ভোটের পর যদি দু-একটা জায়গায় জেতেও, তাহলে তো কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি প্রতিহিংসাপরায়ন আচরন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। সুতরাং এত চিৎকার করে তো কোনো লাভ নেই।”

তবে তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যকে খুব একটা সহজভাবে নিচ্ছে না বিরোধীরা। তাদের দাবি, ভোটে এখনও প্রতিদ্বন্দ্বিতা টুকু হলো না। মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়াও শেষ হয়নি। তার মধ্যেই তৃণমূল নেতা যে ধরনের কথা বলছেন, তা তো মারাত্মক! তাহলে কি তৃণমূল আগেভাগেই জেনে গেছে যে তারাই ভোটে জয়লাভ করবে! আর যদিও বা তারা জয়লাভ করে, তাহলে বিরোধী শূন্য করতে যে দল ভাঙানোর খেলায় নেমে পড়বে রাজ্যের শাসক দল, তা কুনাল ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!