এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার স্বপ্নে চরম আঘাত, পাকা ধানে মই দিয়ে সোনায় সোহাগা শুভেন্দু! জমজমাট রাজ্য রাজনীতি!

মমতার স্বপ্নে চরম আঘাত, পাকা ধানে মই দিয়ে সোনায় সোহাগা শুভেন্দু! জমজমাট রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে আটকাতে লোকসভা নির্বাচনের আগে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। যে জোটে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে এই জোট নিয়ে প্রচার করতে গিয়ে বাংলার তৃণমূল নেতারা দাবি করছেন, আগামী দিনে ভারতবর্ষের নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দাবি করতে শুরু করেছেন। যার ফলে অনেকে মনে করছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়ত ইচ্ছা রয়েছে আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু তার সেই ইচ্ছা কতটা পূর্ণ হবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন দিবাস্বপ্ন বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত প্রধানমন্ত্রী হওয়ার ইস্যুতে তৃণমূলের পাকা ধানে মই দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। গরুর গাড়ির যেমন হেডলাইট থাকে না, স্যান্ডো গেঞ্জির যেমন বুক পকেট হয় না, ঠিক তেমনই মমতা ব্যানার্জি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন না।” আর ইন্ডিয়া জোট ঘিরে যখন বিরোধী নেতা-নেত্রীদের মধ্যে তৎপরতা তুঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বেশি করে সক্রিয় দেখানোর চেষ্টা করছেন, তখন শুভেন্দুবাবুর এই দাবি তৃণমূলকে আরও ব্যাকফুটে ফেলে দিল।

বিরোধীদের দাবি, শুভেন্দু অধিকারীর কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতো তো নয়! তৃণমূল এখন একটি আঞ্চলিক দলের পরিণত হয়েছে। বাংলার বাইরে তাদের কোনো সংগঠন নেই। তাই তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে কোনোমতেই মেনে নেবেন না সেই জোটে থাকা অন্যান্য নেতা নেত্রীরা। কেননা কংগ্রেসের দেশব্যাপী সংগঠন রয়েছে‌। ফলে কংগ্রেসের বাইরে গিয়ে আঞ্চলিক দলের তরফ থেকে প্রধানমন্ত্রী হবে, এটা কংগ্রেস মানবে না। আবার তা নিয়ে হয়তো আঞ্চলিক দলগুলো বিবাদ শুরু করে দিতে পারে। ফলে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসা এবং আসন সমঝোতা নিয়ে সমস্যা কমার সম্ভাবনা যখন নেই বললেই চলে, তখন মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দিবাস্বপ্ন বলে সঠিক ব্যাখ্যাই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ঠিকমতো জব্দ করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্য বা রাজনৈতিক কৌশলের মধ্যে দিয়ে শুভেন্দুবাবু বারবার বুঝিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এক চুল জায়গা ছেড়ে দেবেন না। 2021 এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে বর্তমানে বিজেপিকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করার স্বপ্নে বিভোর থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যে অবাস্তব এবং দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়, তা স্যান্ডো গেঞ্জির বুক পকেট এবং গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা।

যেখানে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, সেখানে তাদের ক্ষমতায় আসা বহুদূরের পথ। আগে তারা আসন নিয়ে এক সিদ্ধান্তে আসুক। তারপর লড়াইয়ের পন্থা কি হবে, তা নিয়ে আলোচনায় বসুক। তারপর তো বিজেপিকে ক্ষমতাচ্যুত করার বিষয় এবং প্রধানমন্ত্রী হওয়ার বিষয় আসবে। তাই এখন থেকে তৃণমূলের পক্ষ থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদের এক হাত নিয়ে পাকা ধানে মই দিয়ে তৃণমূলকে মোক্ষম জবাব দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নেও চরম আঘাত হানলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!