এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদহের আরেক দাপুটে কংগ্রেস নেতাকে শেষবেলায় দলে নিয়ে বড় চমক তৃণমূলের

মালদহের আরেক দাপুটে কংগ্রেস নেতাকে শেষবেলায় দলে নিয়ে বড় চমক তৃণমূলের

নির্বাচনের আগে শাসকদলের নতুন চমক সরলা মর্মু।হ্যাঁ ঠিক ধরেছেন ইনিই সেই মানুষ যিনি ২০১৩ সালের ভোটে কংগ্রেসের হয়ে লড়েছিলেন এবং মালদহের জেলাপরিষদের সভাপতি হিসাবেও মনোনীত হয়েছিলেন এবংসমর্থনও পেয়েছিলেন প্রচুর জনগনের কিন্তু কংগ্রেস নাকি গ্রামের উন্নয়নে তেমন কাজ করছে না সেই দাবীতে তিনি কংগ্রেস ছাড়েন এবং ঘাসশিবিরে যুক্ত হন ২০১৬ সালের শেষ দিকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবারের পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের প্রার্থী হচ্ছেন তিনি,জেলাপরিষদ এ মনোনয়ন জমা হয়ে গেছে তার।তৃণমূল প্রার্থী হয়ে তিনি গ্রামের মানুষের উন্নয়ন করতে চান।তার দাবী-” কংগ্রেসে থাকারর সময় দেখেছি উন্নয়ন থমকে ছিল।কিছু করতে পারিনি।তৃণমূলে ঢোকার পর গ্রামে উন্নয়নের টাটকা হাওয়া খেলে।” মা মাটি মানুষের সরকারের কন্যাশ্রী,যুবশ্রী,সবুজসাথী ইত্যাদী প্রকল্পে লাভবান হয়েছে গ্রামের আধিবাসী সাধারণ সম্প্রদায়।ছেলেমেয়েরা আশার আলো দেখছে,পড়াশুনো করার তাগিদ পাচ্ছে এমনটাই দাবী সরলাদেবীর।তাই মানুষের স্বার্থে ও মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে তার এই দলপরিবর্তন।রাস্তাঘাট,পানীয়জল সেসব উন্নতির প্রসঙ্গেও সরলদেবী জানান যে সেসবের সঙ্গে বিদ্যালয় পরিকাঠামোর কাজ,কর্মসংস্থানের কাজও নাকি অনেক এগিয়েছে।বাকি কাজটুকুও সেরে ফেলার ইচ্ছে আছে তার।সরলাদেবীর কথার সঙ্গে কাজের কতটা সঙ্গতি থাকে তা বলে দেবে নির্বাচন ফলের পরবর্তী ইনিংস্।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!