এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি খুন? ফের নতুন করে শোরগোল !

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি খুন? ফের নতুন করে শোরগোল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু বিষয়ে সামনে AIIMS এর রিপোর্ট। যে রিপোর্টে বলা হয়েছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন। রিপোর্টে জানান হচ্ছে যে, তাঁর শরীরে খুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি । AIIMS এর এই রিপোর্ট সামনে আসতেই সুশান্ত সিং এর দিদি শ্বেতা সিং কীর্তি ফরেনসিক চিকিৎসক সুধীর গুপ্তার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত করার কথাও জানিয়েছেন।

প্রসঙ্গত গত আগস্ট মাসে সর্বভারতীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে চিকিৎসক সুধীর গুপ্তা জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়ে বেশ কিছু সন্দেহজনক ব্যাপার আছে। এ বিষয়ের তদন্তে কুপার হাসপাতাল ও মুম্বাই পুলিশ কতটা যথার্থ ভূমিকা পালন করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

এরপর হোয়াটসঅ্যাপ এর একটি চ্যাটে এ বিষয়ে তিনি জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত যে চিকিৎসকেরা করছেন, তাঁদের মধ্যে একজন মাত্র ফরেনসিক বিশেষজ্ঞ।বাকি চারজনই হলেন মেডিকেল অফিসার। তাই তাঁদের এই ময়নাতদন্তর রিপোর্ট কতটা যথার্থ তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গত শনিবার সংবাদমাধ্যমের কাছে চিকিৎসক সুধীর গুপ্তা জানিয়েছেন যে, হত্যা নয় আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত। এক সংবাদ সংস্থার কাছে এ বিষয়ে তিনি জানিয়েছেন, ” গলায় ফাঁস লাগা দাগ ছাড়া সুশান্তের দেহে আর কোনো রকমের আঘাতের চিহ্ন ছিল না। সারা শরীরে এবং তার পোশাকে এমন কোন চিহ্ন ছিল না। শরীর থেকে কোন সন্দেহজনক বা বিষাক্ত দ্রব্য এর চিহ্ন পাওয়া যায়নি। গলায় যে দাগ রয়েছে তা ঝুলন্ত অবস্থায় ফাঁস লাগার ফলে।”

সুধীর গুপ্তার এই বক্তব্যের পর সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন শেয়ার করেছেন। যে প্রতিবেদনে সুধীর গুপ্তা জানিয়ে ছিলেন যে, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে বেশ কিছু সন্দেহজনক বিষয় রয়েছে। সেই সঙ্গে তিনি মুম্বাই পুলিশের গাফিলতি বিষয়েও প্রশ্ন তুলেছিলেন। এখন সম্পুর্ন বিপরীত কথা বলছেন তিনি। তাঁর হোয়াটসঅ্যাপ এর সেই চ্যাট এর স্ক্রিনশটও শেয়ার করেছেন
শ্বেতা সিং কীর্তি । যেখানে তিনি লিখেছেন, ” এভাবে পালটি খাওয়ার পিছনে কী কারণ আছে সেটা জানা দরকার।”

প্রসঙ্গত রাজপূত পরিবারের আইনজীবী সম্প্রতি নতুন করে ফরেনসিক টিম গঠন করার আবেদন জানালেন সিবিআই এর নিকট। তাঁর প্রশ্ন দেহ ছাড়া পরীক্ষা করেই কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলেন চিকিৎসকেরা? তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তেরত সিবিআই AIIMS এর এই রিপোর্ট সম্পর্কে তাদের কোন বক্তব্য প্রকাশ করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!