এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কি এবার চালু হতে চলেছে লোকাল ট্রেন? সামনে এল বড় খবর – জানুন বিস্তারিত

বাংলায় কি এবার চালু হতে চলেছে লোকাল ট্রেন? সামনে এল বড় খবর – জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা পরিস্থিতির হাল ক্রমাগত বেসামাল হয়ে পড়ছে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক জায়গায় পৌঁছে গেছে বলে খবর। মানুষের আতঙ্ক ইতিমধ্যেই চরমসীমা ছুঁতে চলেছে করোনাকে প্রতিরোধ করার জন্য দেশজুড়ে প্রথম থেকেই শুরু হয়েছে লকডাউন। প্রথম অবস্থাতেই দেশের পরিবহণ ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সমস্ত রকম পরিবহণের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

তবে বর্তমান লকডাউনে পঞ্চম দফার মধ্যে দিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে আনলক ওয়ান শুরু হয়েছে। আর তার পরেই সম্প্রতি জল্পনা শোনা যাচ্ছে, লোকাল ট্রেন বোধহয় আবার চালু হবে। আবার সাধারণ মানুষ লোকাল ট্রেনে চেপে বিভিন্ন জায়গায় পৌঁছাবেন। কিন্তু এই সমস্ত সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে হাওড়া ডিভিশনে এই মুহূর্তে কোন লোকাল ট্রেন চলবে না বলে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হাওড়া ডিআরএম ইশাক খান জানিয়েছেন, ট্রেন চলাচলের ব্যাপার নিয়ে এখনও কেন্দ্র থেকে কোনো রকম বার্তা আসেনি।

তবে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাঁদের কর্মীদের জন্য কিছু ট্রেন চালানো হচ্ছে। যদিও এ রাজ্যের পক্ষ থেকে এমন কোন আবেদন এখনো পর্যন্ত আসেনি। ফলে লোকাল ট্রেন কবে থেকে চলাচল শুরু হবে রাজ্যে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত ঠিক হয়নি হাওড়া ডিভিশনে। অন্যদিকে শিয়ালদহতেও একই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্র সরকারের আবেদনের জেরে সেখানে ষাট জোড়া লোকাল ট্রেন চালানো শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, মহারাষ্ট্র সরকারের আবেদনে রাজ্য সরকারের আপৎকালীন জরুরী পরিষেবা যেসব কর্মীরা দেন, তাঁরাই শুধু ট্রেনে যাতায়াত করবে বলে জানা গেছে। ট্রেন গুলি চলবে শুধুমাত্র চার্চ গেট থেকে দাহানু রোড পর্যন্ত। যদিও জানা গেছে, অধিকাংশ ট্রেন চার্জ গেট থেকে ভিরার পর্যন্ত যাচ্ছে। তবে বাদবাকি দাহানু রোড পর্যন্তই যাবে বলে ঠিক আছে বলে খবর। তবে জানা যাচ্ছে, ট্রেন চললেও নিত্যযাত্রীর সংখ্যা অত্যন্ত কম। সাধারণ মানুষের জন্য ট্রেন পরিষেবা এখনো শুরু হয়নি।

আপাতত সামাজিক দূরত্ব বিধি মেনেই ট্রেন চলাচল শুরু হয়েছে মুম্বাইতে বলে জানা গেছে। অন্যদিকে আনলক ওয়ান শুরু হলেও দেশজুড়ে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারসহ রাজ্য সরকারগুলি করে চলেছে প্রাণান্তকর চেষ্টা। অন্যদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞরা সম্পূর্ণরূপে সতর্কতা এবং সাবধানতার ওপর জোর দিচ্ছেন সবথেকে বেশি। এই অবস্থায় পরিবহণ ব্যবস্থা যে কবে চালু হবে সে প্রশ্নের উত্তর পেতে এখনো অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!