এখন পড়ছেন
হোম > রাজ্য > বেআইনি অর্থলগ্নি সংস্থার কারবারের পরিসমাপ্তি ঘটাতে নয়া উদ্যোগ রাজ্যের

বেআইনি অর্থলগ্নি সংস্থার কারবারের পরিসমাপ্তি ঘটাতে নয়া উদ্যোগ রাজ্যের

সারদা, রোজভ্যালি কাণ্ডের পর এরাজ্যে বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার কারবারের পরিসমাপ্তি ঘটানোর জন্য কলকাতা পুলিশের এক নতুন কৌশল।শুক্রবার ৫নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে রাজ্য পুলিশের নবগঠিত ‘ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্সেস’ জনসমক্ষে নিয়ে এলো একটি ওয়েবসাইট।www.wbdeo.com এই নয়া ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যসচিব মলয় দে।

লালবাজার সূত্রের খবর, পদ্ধতি বদলে একাধিক অর্থ লগ্নি সংস্থা সাধারণ আমানতকারীদের সঙ্গে প্রতারণার ধারা এখনো অব্যহত রেখেছেন।এই সকল সংস্থাগুলি টাকার বিনিময়ে পরিষেবার টোপ দিচ্ছে আর যার জালে খুব সহজেই ফেঁসে যাচ্ছে সাধারণ মানুষ। এক পুলিশ কর্তার বললেন বহু জুয়েলারি সংস্থা ১২ মাসের সোনার টাকা দিলে ১৩ মাসের ইনস্টলমেন্টের টাকা তাঁরা ফ্রিতে দেবার কথা প্রচার করছে এবং সেই ফাঁদে অনেকেই পা দিচ্ছেন।কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের পরেও সংশ্লিষ্ট সংস্থা নিজেদের প্রতিশ্রুতি পূরণ করছে না।এই সকল প্রতারণার ধারাকে বন্ধ করবার জন্যই এই ওয়েবসাইট তৈরী।এই ওয়েবসাইটে লগ ইন করে সংশ্লিষ্ট অর্থ লগ্নি সংস্থার সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করলেই জানতে পারবেন, প্রতারকের পাল্লায় পড়েছেন নাকি ঠিকই সংস্থায় লগ্নি করেছেন।

পুলিশের কর্তারা জানান, আগামী তিন মাসের মধ্যে প্রতিটি অর্থ লগ্নি সংস্থা এই ওয়েব সাইটে নিজেদের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করতে বাধ্য থাকবেন।যারা এই ওয়েবসাইটে নিজেদের তথ্য আপলোড করবেন না, অচিরেই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন পুলিশ কর্তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!