বাংলায় শিল্প বিনিয়োগের আশা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লক্ষ্মী মিত্তল আন্তর্জাতিক জাতীয় বিশেষ খবর রাজ্য December 3, 2017 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রনের সাড়া দিয়ে শনিবার বিকালে বিশাল সাদা গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে হাজির হলেন ইংল্যান্ডের বিশিষ্ট শিল্পপতি লক্ষ্মী মিত্তল, আন্তর্জাতিক স্তরে সেরাদের তালিকায় তাঁর নাম রয়েছে উপরের দিকেই। নিজের লন্ডন সফরের সময়েই তাঁকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আমন্ত্রণ রক্ষার্থেই গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাজির হন তিনি ও তাঁর স্ত্রী। প্রায় ৪৫ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী নিজে তাঁদের গাড়িতে তুলে দিতে আসেন। সূত্রের খবর, এই বৈঠকে দুজনের মধ্যে বিনিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, তাছাড়া রাজ্য সরকার পরিচালিত আসন্ন বাণিজ্য সম্মেলনেও যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছেন এই বিশিষ্ট শিল্পপতি। এটি তার আগে সৌজন্য সাক্ষাত্ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর লক্ষ্মী মিত্তলের মত বিশিষ্ট শিল্পপতির কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এরকম ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎকারের খবরে নতুন করে পশ্চিমবঙ্গে বিনিয়োগ সম্ভাবনা গড়ে উঠছে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আপনার মতামত জানান -