এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সর্বনাশ! আরো একটি মামলার তদন্তের দায়িত্ব নিতে প্রস্তুত সিবিআই, উড়ছে ঘুম রাঘববোয়ালদের

সর্বনাশ! আরো একটি মামলার তদন্তের দায়িত্ব নিতে প্রস্তুত সিবিআই, উড়ছে ঘুম রাঘববোয়ালদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সরকারের সংস্থা মেট্রো ডেয়ারির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল মেট্রো ডেয়ারি সংস্থার শেয়ার একেবারে জলের দামে বিক্রি করে দেয়া হয়েছে বিদেশি একটি সংস্থাকে। এর বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই মামলার শুনানিতে আজ হাইকোর্টে সিবিআই জানিয়ে দিয়েছে যে, আদালত যদি নির্দেশ দেয়, তবে এই মামলার তদন্ত করতে প্রস্তুত রয়েছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী ১৬ ই ডিসেম্বর মেট্রো ডেয়ারি মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। আগামী ১০ ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পক্ষকে তাদের অবস্থান জানাবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত গত ২০১৭ সালে রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা মেট্রো ডেয়ারির ৪৩ শতাংশ শেয়ার হস্তান্তর করা হয়েছিল সিঙ্গাপুরের সংস্থা কেভেন্টার্সকে। অধীর চৌধুরী অভিযোগ করেছেন, জলের দামে বিক্রি করে দেয়া হয়েছে ৪৩ শতাংশ শেয়ার। এর ফলে ক্ষতি হয়েছে কয়েক শ’ কোটি টাকা।

এই অভিযোগের পর জনস্বার্থ মামলা করেন অধীর চৌধুরী। এরপর এই ঘটনার তদন্ত করে ইডি। সেসময় নোটিস নেওয়া হয়েছিল রাজ্যের সেসময়কার অর্থসচিব হরিকৃষ্ণ দিবেদীকে। আরো বেশ কিছু বড় বড় আমলার কাছেও সেবারে নোটিশ পাঠানো হয়েছিল। এবার এই বিষয় নিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে আগামী ১৬ ই ডিসেম্বর। এই মামলায় যদি সিবিআই তদন্ত চলে, তবে বড় রকম বিপাকে পড়তে পারেন একাধিক রাঘববোয়াল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!