এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > নাবালিকা ধর্ষণে যুক্ত তৃণমূল কর্মী বলেই পুলিশ গ্রেপ্তার করছে না! বিস্ফোরক বিজেপি সভানেত্রী

নাবালিকা ধর্ষণে যুক্ত তৃণমূল কর্মী বলেই পুলিশ গ্রেপ্তার করছে না! বিস্ফোরক বিজেপি সভানেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার মুখ পুড়লো শাসক দলের। বর্ধমানের শক্তিগড়ে জনৈক তৃণমূল সদস্যের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের সেইসঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে এলো।সংবাদসূত্রে জানা গেছে, তৃনমূল সদস্য হরেকৃষ্ণ মন্ডল পাঁচ দিন আগে পেয়ারা দেবার লোভ দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতন করেন। এই ঘটনার পর নিজের পরিবার- পরিজনদের কাছে যৌন নির্যাতনের কথা জানিয়েছে সেই নাবালিকা।নাবালিকার সঙ্গে হওয়া এই অনাচারের প্রতিকারের জন্য তার পরিবারের সদস্যেরা থানায় হরেকৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এ প্রসঙ্গে বিজেপির দাবি, হরেকৃষ্ণ মন্ডল তৃণমূল কর্মী হওয়ার কারণে শক্তিগড় থানার পুলিশ তাঁকে এখনো গ্রেফতার করে নি।

এরপর বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন ঘন্টাখানিক সেখানে সেখানেই তিনি অবস্থান করেছিলেন। নির্যাতিতার মা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন। এখানেই তিনি জানান যে, আগামী দুদিনের মধ্যে অভিযুক্ত হরেকৃষ্ণ মণ্ডলকে যদি গ্রেফতার করা না হয় তবে এবার তিনি পূর্ব বর্ধমান আবার আসবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “দলীয় মদতেই রাজ্যের মা-বোনেদের ধর্ষণ করছে তৃণমূল নেতাকর্মীরা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বুধবার যৌন নির্যাতনের ঘটনায় তৃণমূল কর্মী হরেকৃষ্ণ মন্ডল এর বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে বর্ধমান শক্তিগড় থানায় যান স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু এতো করেও অভিযুক্ত হরেকৃষ্ণ মণ্ডলকে পুলিশ গ্রেফতার না করায় গতকাল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

তবে ভাস্কর মুখোপাধ্যায়ের অনুপস্থিত থাকার কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন নি অগ্নিমিত্রা পল। তবে পুলিশের ডিএসপি হেডকোয়াটার থেকে শৌভিক পাত্রের সঙ্গে তিনি যোগাযোগ করতে পেরেছেন । অভিযোগ নাবালিকা ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেনি পুলিশ বরং নিষ্ক্রিয় থেকেছে।

অন্যদিকে বিজেপির মহিলা মোর্চা সভাপতির এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক এই ঘটনাটি সম্পর্কে বলেছেন, “হরেকৃষ্ণ মণ্ডল তৃণমূলের কেউ নয়।” সেইসঙ্গে, অকারণ রাজনৈতিক খেলা খেলবার অভিযোগ এনেছেন তিনি বিজেপির বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!