মুকুল রায় নিয়ে অবশেষে মুখ খুললেন সিদ্ধার্থনাথ সিং জাতীয় বিশেষ খবর রাজ্য December 3, 2017 বিজেপির তরফে তিনি তখন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক, কলকাতার বুকে দাঁড়িয়ে প্রকাশ্য দলীয় সমাবেশে উত্তরপ্রদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন, ভাগ মুকুল ভাগ। শুধু তাই নয়, রাজনৈতিক মহলের গুঞ্জন অনুযায়ী, ২০১৫ সালে মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার ব্যাপারে প্রবল বিরোধিতা করেছিলেন তিনিই। দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন, মুকুল রায়কে দলে নিলে রাজ্য বিজেপির সর্বনাশ হবে। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি উত্তরপ্রদেশের যোগী সরকারের স্বাস্থ্যমন্ত্রী, আর তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক এখন কৈলাশ বিজয়বর্গীয়। আর কৈলাশ বিজয়বর্গীয়র আন্তরিক প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় এখন বিজেপিতে। শুধু বিজেপিতে যোগ দেওয়ায় নয়, এরসাথে তাঁর পুরোনো দলের বিরুদ্ধে মুখ খুলে রাজ্যের শাসকদলকে ব্যতিব্যস্ত করে রেখেছেন এককথায়। এই পরিস্থিতিতে মুকুল রায় সম্পর্কে নিজের নীরবতা ভাঙ্গলেন সিদ্ধার্থনাথ সিং। তিনি জানান, বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় তাঁকে ফোন করেছিলেন, ১০ নভেম্বরে ধর্মতলায় মুকুল রায়ের সভায় খুব ভিড় হয়েছিল। সেখানে ‘বিশ্ব বাংলা’ ইস্যু নিয়ে মুকুল রায় যা বলেছেন তা প্রশংসনীয়। মুকুল রায় বাংলা বিজেপির সম্পদ। কোনও দল ভাঙ্গানো নয়, নিজের দলকে বড় করাই আমাদের লক্ষ্য। আপনার মতামত জানান -