এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  ‘শটগান আঘাতের কারণে মৃত্যু হয়েছিল।’ বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শোরগোল

 ‘শটগান আঘাতের কারণে মৃত্যু হয়েছিল।’ বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শোরগোল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে বিজেপির এক কর্মীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, পুলিশের ছোড়া রাবার বুলেট গায়ে লেগেই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর সেখানে অন্য কথা বলা হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে, শটগানের গুলিতেই মৃত্যু হয়েছে এই বিজেপি কর্মীর।

মূলত এই শটগান পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হয় না। আর এই ঘটনাতেই স্পষ্ট যে, শিলিগুড়িতে গতকালের প্রতিবাদের সময় বেশ কিছু সশস্ত্র ব্যক্তিদের সেখানে আনা হয়েছিল। আর তারাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে বলে দাবি একাংশের। যে ঘটনায় এখন ব্যাপক পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরবঙ্গে রাজ্য সরকারের মুখ্য প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযানে নামে ভারতীয় জনতা পার্টি। যেখানে শিলিগুড়ি তিনবাত্তি মোড়ে বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র চেহারা ধারণ করে। পুলিশের পক্ষ থেকে মিছিল ছত্রভঙ্গ করতে নামানো হয় কাঁদানো গ্যাস, জলকামান। আর এরপরই বিজেপি কর্মীদের পক্ষ থেকে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।

আর বিজেপির এই উত্তরকন্যা অভিযানের পর এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। যেখানে মঙ্গলবার নিজেদের দলের কর্মীর মৃত্যু প্রতিবাদে উত্তরবঙ্গে 12 ঘন্টার বন্ধের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির পক্ষ থেকে পুলিশের গুলিতে তাদের কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টে অন্য একটি তত্ত্ব সামনে আসায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, “সোমবার শিলিগুড়িতে একটি রাজনৈতিক দলের সমর্থকরা তাদের প্রতিবাদ কর্মসূচির সময় মারাত্মক – কার্যকলাপ করেছেন। অগ্নিসংযোগ, ইটবৃষ্টি, গুলি চালানো, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন। পুলিশ সংযম দেখিয়েছে এবং লাঠিচার্জ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর জানা যাবে।”

আর এদিন ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানিয়ে দেওয়া হয়েছে যে, পুলিশের পক্ষ থেকে সেই বিজেপি কর্মীকে কোনো গুলি চালানো হয়নি। বরঞ্চ সেই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে শটগান আঘাতের কারণে। আর আশ্চর্যজনকভাবে এই শটগান পুলিশ ব্যবহার করে না। আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করে প্রশাসনের পক্ষ থেকে এটা বোঝানোর চেষ্টা করা হলো যে বিজেপির পক্ষ থেকে যে অভিযান করা হয়েছিল তার মধ্যে সশস্ত্র কিছু ব্যক্তি ছিল আর তাদের কারণেই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বিজেপির একাংশ বলছে, বারবার এইরকম ভাবে তাদের কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। আর পুলিশ প্রশাসন সেই অভিযোগ অস্বীকার করেছে। এক্ষেত্রেও তা-ই হল‌। তবে যেভাবে ময়নাতদন্তের রিপোর্টে শটগানে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হল, তাতে এই গোটা ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!