এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার রাজ্য বিজেপি সভাপতিকে ঘেরাও করার পরিকল্পনা হেতু শাস্তিমূলক পদক্ষেপ দলের

এবার রাজ্য বিজেপি সভাপতিকে ঘেরাও করার পরিকল্পনা হেতু শাস্তিমূলক পদক্ষেপ দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরে আবারও চাঞ্চল্যকর ঘটনা। গত শুক্রবার চুঁচুড়ার হুগলিতে সাংগঠনিক বৈঠকে যোগদান করার পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। প্রসঙ্গত, হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিজেপির একাংশ এই বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে। আর এরপরে সামনে এসেছে একটি অডিও ক্লিপ। আর তাই নিয়েই রাজনৈতিক চাঞ্চল্য আরো দ্বিগুণ গতিতে বেড়ে চলে। অবশেষে এই অডিও ক্লিপ পরিপ্রেক্ষিতে হুগলী জেলার প্রাক্তন বিজেপি সভাপতি সুবীর নাগকে শোকজ করল রাজ্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত এই অডিও ক্লিপের মাধ্যমে সামনে এসেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি চক্রান্ত। যদিও এই অডিও ক্লিপ এখনো পর্যন্ত যাচাই করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে সূত্রের খবর, এই অডিও ক্লিপে দুই ব্যক্তিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানো নিয়ে আলোচনা করতে শোনা গেছে। এবং এই দুই ব্যক্তির মধ্যে একজন হলেন হুগলির প্রাক্তন বিজেপি সভাপতি সুবীর নাগ। যদিও সুবীর নাগ প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং পাল্টা তিনি দলেরই অন্যতম নেতা বিষ্ণু চক্রবর্তীর দিকে অভিযোগের আঙুল তোলেন। পাশাপাশি সুবীর নাগ অডিও ক্লিপটিকেও ভুয়ো বলে দাবি করেন। কিন্তু দল যে সুবীর নাগকে এ ব্যাপারে দোষী সাব্যস্ত করছে তা শোকজের নির্দেশ সূত্রে বলা যায়। জানা গিয়েছে, সুবীর নাগকে আগামী 7 দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে। এমনকি দলের অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকের আগে এই সকল সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হারের পর দলের নিচুতলার কর্মীরা বহু ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশ করছেন। সেক্ষেত্রে সোজা রাজ্য বিজেপি সভাপতিকে দোষারোপ করা মোটেই ভালো চোখে দেখছেনা গেরুয়া শিবির। আপাতত শোকজের উত্তরে প্রাক্তন জেলা সভাপতি কি উত্তর দেন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!