এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাইকোর্ট-স্যাট সব জায়গায় ধাক্কা খেয়েও কর্মীদের DA আটকাতে আবার নতুন পদক্ষেপ মমতা সরকারের

হাইকোর্ট-স্যাট সব জায়গায় ধাক্কা খেয়েও কর্মীদের DA আটকাতে আবার নতুন পদক্ষেপ মমতা সরকারের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মহার্ঘ ভাতা নিয়ে হাইকোর্ট, স্যাট সব জায়গায় ধাক্কা খাওয়ার পরও রাজ্যর সরকারি কর্মচারীদের ডিএ আটকাতে আবার নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবারে মহার্ঘ ভাতা বিষয়ে স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ভাবে সমালোচনা করলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য এ বিষয়ে একটি টুইট করে জানালেন যে, ইমাম ভাতা দিতে পারলেও মহার্ঘ ভাতা দিতে অনীহা পশ্চিমবঙ্গ সরকারের।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। রাজ্যে ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করে শাসক দলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। যত দিন যাচ্ছে শাসক দলকে বিভিন্ন বিষয়ে তীব্র আক্রমণ করছে বিজেপি। রাজ্যের উন্নয়ন নিয়ে, দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে ক্রমাগত সমালোচনা করছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে স্যাটের নির্দেশকে। এবার তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো বিজেপি।

বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য টুইট করে লিখেছেন, “ রাজ্য সরকারি কর্মীরা বাংলার সরকারের হঠকারিতার শিকার। বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা ফেরত দিচ্ছে না রাজ্য সরকার। অথচ ইমামদের ভাতা দেওয়া হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিপূর্বে গত ২০১৯ সালের ২৭ সে জুলাই স্যাটের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল যে, আগামী ছমাসের মধ্যে মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিভাবে, এর কাজ শুরু করবে রাজ্য সরকার? তা আগামী তিন মাসের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে সরকারকে জানানোর নির্দেশ দেয় স্যাট। রাজ্য সরকার স্যাটের নির্দেশ মতো কাজ করেনি। এ কারণে স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আরও কিছু কর্মী সংগঠন।

সেসময়, স্যাটের এই রায়ের রিভিউ পিটিশন জারি করেছিল রাজ্য সরকার। তবে চলতি বছরের জুলাই মাসে রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে স্যাট। এবারে স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করল রাজ্য সরকার। যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল বিজেপি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!