এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভয়ে আমার নাম কেউ নিতে পারে না, বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখাক! খোলা মঞ্চে তোপ অভিষেকের

ভয়ে আমার নাম কেউ নিতে পারে না, বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখাক! খোলা মঞ্চে তোপ অভিষেকের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়ার জনসভা থেকে বেনজির আক্রমণ শানালেন শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলের প্রতি তোপ ধ্বনি চলল। তবে কামানের নল বেশি ঘোরানো ছিল বিজেপির দিকেই। জোরালো ভাষায় বিজেপিকে চ্যালেঞ্জ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন যে, ‘ভাইপো’ বলে বারবার তাঁকে ডাকা হচ্ছে। যে বিজেপি তাঁকে বারবার ‘ভাইপো’ বলে ডেকেছে। তাদের যদি সাহস থাকে, তবে তাঁকে তাঁর নিজের নাম ধরে ডেকে দেখাক। তিনি অভিযোগ করেছেন, বিজেপির ছোট-বড়-মাঝারি সমস্ত নেতাই তাঁকে বারবার ভাইপো বলে ডেকেছেন।

কিছুদিন ধরে ‘ভাইপো’ ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। প্রসঙ্গত, গত ২১ সে নভেম্বর বিজেপির এক দলীয় সমাবেশ থেকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সরাসরি তাঁর নাম না করে তাঁকে ভাইপো বলে সম্বোধন করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলে ডাকায়, তাঁর তীব্র প্রতিবাদ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি জানিয়েছিলেন যে, যদি তাঁর সাহস থাকে, তবে তাঁকে ভাইপো বলে না ডেকে, তাঁর রাজনৈতিক সমালোচনা করুন। গতকাল এই ইস্যুতেই আরো তীব্র ভাবে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে সম্মুখ সমরে নামার আহ্বান জানিয়ে নিজের কড়া ও দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিলেন। তবে, বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে, ভাইপো বিষয়টিকে তিনি উপেক্ষা করে যেতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি তা জিইয়ে রেখে দিলেন। তরজাকে মিটতে দিলেন না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সাতগাছিয়ার এই সভা থেকে সরাসরি নাম নিয়ে বিজেপি নেতাদের আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হলেন একজন গুন্ডা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন। যেখানে তিনি জানালেন, ” দিলীপ ঘোষ গুন্ডা তো তাতে কী যায় আসে। তোমরা গুন্ডামি করেছো এত দিন। আমার গুন্ডামিটা দেখো এখন। সময় আমার এসেছে। দরকার হলে গুন্ডামি করব। পারলে ঠেকাও। দম কতটা আছে ডিসেম্বরে দেখিয়ে দেব। আর এফআইআর হবে কি না সময়ে সব বলবে।’’

গতকালের এই সভা থেকে শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিএমকেও প্রবল আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন যে, কংগ্রেস সিপিএম সকলেরই আক্রমণের লক্ষ্যবস্তু তিনি। কিন্তু কেউই তাঁর নিতে পারেনা। তাঁর কথায়, যদি সাহস থাকে, তবে তাঁর নাম নিয়ে দেখাক তারা। তিনি আরো জানান যে, তাঁর নাম নিয়ে যিনি মিথ্যা কথা বলেছেন, তাঁকে তিনি আদালতের রাস্তা দেখিয়েছেন। তাই যদি সাহস থাকে তাহলে তাঁর নাম নিয়ে কথা বলার চ্যালেঞ্জ করলেন তিনি।

সাতগাছিয়ার এই সভা থেকে সরাসরি নাম না করেও আক্রমণের লক্ষ্যবস্তু করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত গত ৩১ সে অক্টোবর নন্দীগ্রামের এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, তিনি প্যারাসুটে নামেন নি এবং লিফটেও ওঠেন নি। গতকাল, তাঁর প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তিনি নিজেও প্যারাসুটে করে নিচে নামেন নি এবং হেলিকপ্টারে চড়ে উপরে ওঠেননি। তিনি আরো জানান যে, তৃণমূলের কেউই এমনটা করেন নি। যদি করতেন তাহলে নেতাদের বড় বড় পদপ্রাপ্তি ঘটতো না। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এক দিনে তৈরি হয়নি। মমতা নামক সেই সূর্যের সঙ্গে যে লড়তে যাবে সে ঝলসে যাবে।”

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!