ফের ভয়াবহ আকার নেবে করোনা, মোদীর ইঙ্গিতে বাড়ছে আশঙ্কা! জাতীয় April 11, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত সময় যাচ্ছে, ততই করোনার বিপদ কাটিয়ে উঠছে দেশ। চিন থেকে শুরু করে ব্রিটেনকে যখন নতুন করে জর্জরিত করেছে এই ভাইরাস, ঠিক তখনই স্বস্তির আবহ ভারতবর্ষে। তবে আবার কি নতুন করে ফিরে আসতে পারে করোনা ভাইরাস! প্রধানমন্ত্রীর মন্তব্যে আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। যেখানে দেশবাসীকে করোনা ভাইরাস নিয়ে নতুন করে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। যার জেরে নানা মহলে আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। সূত্রের খবর, এদিন আসন্ন করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ নিয়ে ভয়াবহ ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি বলেন, “করোনা বড় বিপদ ছিল। তার সঙ্গে লড়াই করে অনেকটা পথ এগিয়ে এলেও বিপদ পুরোপুরি কেটে গিয়েছে, তা বলা যায় না। কারন, রোগটা বহুরুপী। নতুন রুপ নিয়ে আবার ফিরতে পারে। তাই সতর্ক থাকতেই হবে।” বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ যে আসতে পারে, সেই ব্যাপারে নানা মহল থেকে সতর্কবাণী আসতে শুরু করেছে। আর তার মাঝেই প্রধানমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -