এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা ও বিহারের দুই যুবরাজের সাক্ষাৎ, নির্বাচনের আগে বাড়ছে জল্পনা!

বাংলা ও বিহারের দুই যুবরাজের সাক্ষাৎ, নির্বাচনের আগে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে আটকানোর জন্য সর্বভারতীয় ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে গত লোকসভা নির্বাচনেই জোট চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই জোট হলেও তা মুখ রক্ষা হয়নি। গেরুয়া শিবির ব্যাপক সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য 2019 সালে কেন্দ্রের ক্ষমতায় বসেছিল। আর দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বিরোধীদের দখলে থাকা নানা রাজ্য এখন প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে। যার ফলে পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়েছে।

কিভাবে বিজেপির প্রভাবকে আটকানো যাবে, তা নিয়ে চিন্তা গ্রাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই পরিস্থিতিতে দেশের সমস্ত প্রান্তে ছড়িয়ে থাকা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাশে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই মত করেই এবার প্রবল বিজেপি বিরোধী বিহারের লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বাংলায় এসে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর বিহারের যুবরাজ তেজস্বী যাদবের সঙ্গে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে যান তেজস্বী যাদব। আর সেখানেই দুজনের মধ্যে দীর্ঘক্ষন ধরে আলোচনা হয় বলে খবর। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণরূপে সমর্থন করার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়েছেন তেজস্বী যাদব। অর্থাৎ বিজেপিকে আটকানোই যে এখন পড়শি রাজ্যের বিজেপি বিরোধী দলের কাছে প্রধান টার্গেট হয়ে গিয়েছে, তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তেজস্বী যাদবের বৈঠকের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে সর্বভারতীয় ক্ষেত্রে এই বিরোধী মহাজোট সাফল্য না পেলেও এবার ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করেছে সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে বিজেপি প্রভাবে কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। মুখে তারা সেকথা স্বীকার না করলেও তৃণমূল নেতাদের মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপিই যে প্রধান বিরোধী শক্তি, তা ফুটে উঠতে শুরু করেছে‌। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে ক্রমাগত দলবদল যেন রাজনীতির স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা থেকে শুরু করে টলিপাড়ার বিশিষ্টজনেরা এখন যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিহারের তেজস্বী যাদব রাজ্যে এসে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি পূর্ণ সমর্থন আশ্বাস দিয়ে বুঝিয়ে দিলেন, বিজেপিকে আটকানোই তাদের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল যুবরাজ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তেজস্বী যাদবের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!