এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে রাহুল সিনহা, দায়ী করলেন পুরসভাকে!

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে রাহুল সিনহা, দায়ী করলেন পুরসভাকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর প্রার্থী ঘোষণার সাথে সাথেই ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অভিনব প্রচারের মধ্যে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তারা। সেই মত করেই তৃণমূল থেকে শুরু করে বিজেপি, এমনকি সংযুক্ত মোর্চার প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করেছেন। আর এবার প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। যেখানে হাবরা পৌরসভার সাফাই কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান বলে খবর। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার উত্তর 24 পরগনায় জনসংযোগ করতে যান রাহুল সিনহা। যেখানে চায়ে পে চর্চার কর্মসূচিতে যোগ দেন তিনি। আর সেখানে হাবরা পৌরসভার সাফাই কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই বিক্ষোভের মুখে পড়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান রাহুলবাবু। তবে গোটা ঘটনায় পৌরসভার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন তিনি এভাবে বিক্ষোভের মুখে পড়লেন? এদিন এই প্রসঙ্গে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেন, “পৌরসভা চলছে। কিন্তু কেমন পরিষেবা মিলছে, তা প্রমাণ হয়ে গেল। এটা কোন ধরনের রাজনীতি?” বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কিন্তু যেভাবে প্রচারে বেরিয়ে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হাবরার বিজেপি প্রার্থী, তাতে গেরুয়া শিবির অনেকটাই অস্বস্তিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!