এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঠ্যালার নাম বাবাজি, ধুপগুড়ির ভোটে বড় শিক্ষা পাবে তৃণমূল! হুঁশিয়ারি শুভেন্দুর!

ঠ্যালার নাম বাবাজি, ধুপগুড়ির ভোটে বড় শিক্ষা পাবে তৃণমূল! হুঁশিয়ারি শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় ছোট, বড় যে কোনো নির্বাচনেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং অশান্তির অভিযোগ ওঠে। সদ্য সমাপ্ত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় শাসকদলের বিরুদ্ধে উঠেছে সন্ত্রাস এবং বুথ দখল করার অভিযোগ। তবে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও সেই কাজ করতে এলে যে আঘাতের পাল্টা প্রত্যাঘাত হবে, তা বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক সুযোগ দেওয়া হয়েছে তৃণমূলকে। তবে এবার সন্ত্রাসের জবাব প্রতিরোধের মধ্যে দিয়েই দেওয়া হবে বলে হুংকার ছাড়লেন তিনি।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “যদি এবার সন্ত্রাস করতে আসে ধুপগুড়ির উপনির্বাচনে, তাহলে আমরাও প্রস্তুত রয়েছি। ওদের জবাব প্রতিরোধের মধ্যে দিয়ে দেওয়া হবে।” একাংশ বলছেন বিজেপি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যেখানেই ভোটে কারচুপি হয়েছে, সেখানেই বিজেপির এজেন্টরা ব্যালট বক্স তুলে পুকুরে ফেলে দিয়েছেন। অর্থাৎ প্রতিরোধের রাস্তায় যে বিজেপি হাঁটতে শুরু করেছে, তা স্পষ্ট। স্বভাবতই এবার ধুপগুড়ি উপনির্বাচনের আগের দিন সেই ব্যাপারে তৃণমূলকে আরও একবার সতর্ক করে দিলেন শুভেন্দুবাবু।

বলা বাহুল্য, এই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও দিল্লি থেকে চলমান ওয়েব ক্যামেরার মাধ্যমে সিসিটিভিতে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হচ্ছে কিনা, তার দিকেও নজর রাখার হবে। অর্থাৎ স্থানীয় নির্বাচনে শাসকদলের সন্ত্রাস হলেও, ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে সেই প্রবণতা নেই বললেই চলে। নিরাপত্তার দিক থেকেও বিরোধীরা অত্যন্ত সন্তুষ্ট। তবে এতসবের পরেও শাসক ক্ষমতা দখল করতে অসৎ কাজে লিপ্ত হলে তার জবাব দেওয়ার জন্য যে বিরোধীরা প্রস্তুত, তা বুঝিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

পর্যবেক্ষকদের মতে, 2021 সালের বিধানসভা নির্বাচনে ধুপগুড়িতে জয়লাভ করেছিল বিজেপি। তবে বিষ্নুপদ রায় মারা যাওয়ার কারনে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তবে সদ্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায় বিজেপিতে যোগদান করে বিজেপির শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও ,রাজবংশী সম্প্রদায়ের ভোট তৃণমূলের দিকে যাবে কিনা এটাই একটা বড় প্রশ্ন। স্বভাবতই শাসক দল এই কেন্দ্রে আবার পরাজিত হবে বলেই দাবি করছে বিরোধীরা। আর এতসবের মধ্যে তৃণমূল যদি সন্ত্রাসের রাস্তা বেছে নেয়, তাহলে “ঠ্যালার নাম বাবাজি” করতে যে প্রস্তুত থাকবে বিজেপি, তা শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!