এখন পড়ছেন
হোম > রাজনীতি > উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালকে সমর্থন! নবান্নকে সপাটে থাপ্পড় আদালতের!

উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালকে সমর্থন! নবান্নকে সপাটে থাপ্পড় আদালতের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের 16 টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। আর রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে রাজ্য সরকার। যা ইচ্ছে তাই রাজ্যপালকে বলেই চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনাও শুরু করে দিয়েছে শাসক দল। এমত পরিস্থিতিতে রাজ্যপালকে পূর্ণ সমর্থন করে আদালতে যে ইতিমধ্যেই রাজ্য সরকার এই ব্যাপারে সপাটে থাপ্পড় খেয়েছে, সেই তথ্য তুলে ধরলেন বিরোধী দলনেতা। স্পষ্ট করলেন, রাজ্যপালের এই উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত কোনোমতেই অবৈধ নয়।

প্রসঙ্গত, এদিন রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই উত্তরে তিনি বুঝিয়ে দেন, রাজ্যপাল যা করেছেন, তা নিয়ম মেনেই করেছেন। পাশাপাশি কিছুদিন আগে রাজ্যপালের এই উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে সেখানে হেরে গিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, তারা সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেয়নি। তাই ভবিষ্যতে শীর্ষ আদালতে এই ব্যাপারে শুনানি হলেও উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্তের স্থগিতাদেশ না থাকায় রাজ্যপাল বৈধ কাজ করেছেন বলেই মত বিরোধী দলনেতার।

বলা বাহুল্য, সোমবার সকালে রাজ্যপালের পক্ষ থেকে উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্তের কথা প্রকাশ হতেই তেড়েফুড়ে ময়দানে নামে সরকার পক্ষ। সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল এককভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না বলে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। শুরু হয় চিঠি, পাল্টা চিঠির যুদ্ধ। চরম সংঘাতে পৌঁছে যায় রাজ্য বনাম রাজভবন। দুপক্ষের মধ্যে সমান গতিতে চলছে যুক্তি, পাল্টা যুক্তির অবতারণা।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল চাইছেন, বিশ্ববিদ্যালয়গুলো সরকারের চাপিয়ে দেওয়া নিয়মে নয়। বরঞ্চ উপাচার্যদের সিদ্ধান্ত অনুযায়ীই পরিচালিত হোক। কিন্তু সরকার চাইছে, তারাই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। এক্ষেত্রে রাজ্যপাল যেন হস্তক্ষেপ না করেন। আর সেই কারণেই রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমত ক্ষিপ্ত সরকার বাহাদুর। তবে এক্ষেত্রে আদালতে রাজ্য সরকারের নাকানি চোবানি খাওয়ার বিষয়টি তুলে ধরে রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত যে সম্পূর্ণ বৈধ, তা তুলে ধরে সরকারকেই চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!